হবিগঞ্জ-২ (বানিয়াচং আজমিরীগঞ্জ) আসন থেকে টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন; এলাকার মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন। এজন্য জনগণের সেবার মনোভাব নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন। সেবা নিতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভায় প্রধান অতিথি অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা অতি ধৈর্যের সাথ দায়িত্ব পালন করতে হয়। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং তাদের স্বাবলম্বী করার জন্য যে ব্যাপক পল্লী উন্নয়ন কাজ হাত নেওয়া হয়েছে সেগুলোকে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। কারণ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে হলে তৃণমূলের মানুষের জীবনমান উন্নত করতে হবে।
বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোক্তার হোসেন এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আলী আক্তার চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডাক্তার শফী উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির তালুকদার, অ্যাডভোকেট এমদাদুল হক শাহীন।
বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রকিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব মিয়া ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জে আল অসীম প্রমুখ।