বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে কুড়িগ্রামে মোটর সাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখা।
শনিবার(২৩ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ ও সাধারণ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন স্থান ঘুরে শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ, সাধারন সাম্পাদক মোঃ সাদ্দাম হোসেন নয়ন।
কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সহঃ সম্পাদক রবিউল ইসলাম পলাশ। কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো মমিনুর রহমান মুমিন।
সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের অন্যতম নেতা মো : মামুন সেলিম।সাবেক জেলা ছাত্রলীগের সহঃ সভাপতি ও কুড়িগ্রাম জেলা যুবলীগের অন্যতম সদস্য মো ফিরোজ শাহী। কুড়িগ্রাম জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু জামান সহ জেলা ছাত্রলীগ, যুবলীগসহ ও অনান্য নেতৃবৃন্দ।
জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বলেন,বিএনপি জামাতের সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে আমরা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা সব সময় প্রস্তুত আছি।দেশে কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না বলে সকল সহযোদ্ধাদের সচেতন থাকার আহবান জানান তিনি।
এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার দীর্ঘ ৫ মাস কার্যক্রম স্থতাগিদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতাদের প্রতি গঠনমুলক সমালোচনা ও সহযোগিতাসহ সুপরামর্শ কামনা করেন।
বিক্ষোভ সমাবেশে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ বলেন, বিএনপি-জামায়াত এখন জনগণকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। তারা যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে এই দেশে আরেকবার রক্তগঙ্গা বয়ে যাবে। তারা যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে৷ এর আলামত তারা ২০১৩ সালে দেখিয়েছে।ছাত্রলীগ সব অন্যায়ের বিরুদ্ধে আলো হয়ে থাকবে। সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে বলে জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
অন্তরের অন্তস্তল হতে ধন্যবাদ জানাই বংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য দাদার প্রতি।
সত্য, ন্যায় ও শুভশক্তির জয়ের মাধ্যমে আবার নতুন এ দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণে, বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন শেখ হাসিনার দুঃসাহসিক যাত্রাকে কুড়িগ্রাম জেলায় আরো শক্তিশালী করে তুলতে পারবো, এই কামনা করি এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি।