কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসের শোকবহতাকে ধারন করে দিনব্যাপী গরীব অসহায় ও দুঃস্থদের পাশে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিবেক-২১
সোমবার ১৫ই আগস্ট সকাল থেকে ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর গ্রামে এ স্বাস্থ্য সেবা ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন জনাব রিয়াজুল ইসলাম MT ( LAB) UHC সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ পুরুষ এব মহিলা ডাক্তার।
এসময় উপস্থিত ছিলেন বিবেক ২১ এর সম্মানিত উপদেষ্টা জনাব নুর ইসলাম মাষ্টার এবং জনাব শ্রী বিমল চন্দ্র (শিক্ষক) সহ বিবেক ২১ এর সদস্য নুর আলম, রাশেদ, লাভলু, বাবলু, রিয়াজুল, জুল্ফিকার প্রমুখ
এছাড়াও স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনের দুর থেকেও সার্বিক সহযোগীতা ও পরামর্শে ছিলেন, বিবেক ২১ এর অন্যতম সদস্য সাইদ, ইঞ্জি জাহাঙ্গীর আলম, জাহিদ জুয়েল, ববিতা সিদ্দিকা, বেলাল হোসেন, ডাঃ মাসুদা, কাইয়ুম, এরশাদ, আশরাফুল সহ অনেকেই।
বিবেকের উপদেষ্টা বিমল চন্দ্র বলেন, বিবেক ২১ সূচনালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক শিক্ষামূলক ও স্বাস্থ্যসেবা দিয়ে আসছে সাধারণ মানুষের মাঝে এবংবে ধারা অব্যাহত থাকবে।
আরেক উপদেষ্টা জনাব নুর ইসলাম বলেন সকলের সহযোগিতা এবং সুপরামর্শ এগিয়ে যাবে বিবেক ২১ এবং অত্র এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অবক্ষয় রোধে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
আনুমানিক প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান করা হয়।
সেবা গ্রহিতা মরিয়ম বানু বলেন হামরা খুব খুশি হইছি, বিনা পয়সায় প্রেসার মাপি দিলো পরামর্শ দিলো। হামরাগুলেন অনেক দোয়া করি বিবেক ২১ এর জন্য।
মোঃ শাহেদ আলী বলেন, বাড়ির পাশে এরকম একটা স্বাস্থ্য সেবা পেয়ে আমরা পুরো এলাকাবাসী খুবই খুশি। বিবেক ২১ এর এ ধরনের সামাজিক কাজগুলো অব্যহত থাকুক।
উপস্থিত সেবা গ্রহিতারা সবাই স্বানন্দে বিবেক ২১ এর ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে সেবা গ্রহণ করেছেন এবং সবার চাওয়া এ ধরনের প্রোগ্রাম যেন নিয়মিত হয়।