হবিগঞ্জ জেলা বাস, মিনি বাস কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (০৮-অক্টোবর) সকাল ৮টা থেকে হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন। এর ভোট গননা শুরু হয়ে রাত ১২টায় নির্বাচনের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সজিব আলী, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুর রহমান ও শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল মিয়া, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান, কোষাধ্যক্ষ আহাম্মদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলাম রাজু, শ্রম কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল।
কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফরিদ আলী,মোঃ আব্দুল ওয়াহিদ, মোঃ সেলিম আহম্মেদ, কাউছার মিয়া, মোঃ গোলাম মিয়া, মোঃ নুরুল আমিন লালন, মোঃ মোছাব্বির মিয়া, মোঃ আবিদুর রহমান-১ ও মোহাম্মদ আলী। নির্বাচনে বিনা প্রতিদ্বনিদ্বতা সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিদ মিয়া। নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ সামনের রাস্তা প্রার্থীদের ব্যানার ও পোস্টার দিয়ে সার্টানো হয়। প্রার্থীদের কর্মী ও সমর্থকরা দিনভর কেন্দ্রের সামনে অবস্থান নেন। দুপুরে নির্বাচন পরিদর্শন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি নির্বাচনের ভোট গ্রহনের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এ ছাড়াও শ্রম অধিদপ্তরের শ্রীমঙ্গলের উপ-পরিচালক হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান।
সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়সহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ নির্বাচন পরিদর্শন করেন। নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলী ইদ্রিছ হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ লিটন মিয়া, সাবেক পৌর কাউন্সিলর শেখ মোঃ উমেদ আলী শামীম। প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন কেরন হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান। প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান জানান, অত্যান্ত সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে এ জন্য তিনি নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থী, আইন শৃংখলা বানিহীর সদস্য, সাংবাদিকসহ দায়িত্ব প্রিজাডিং অফিসার।
সহকারি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নির্বাচনের সংগঠনের ২০টি পদে ৫০ প্রার্থী অংশ নেন এর মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ পৌর সভার প্রাক্তণ চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক শাহিদ মিয়া নির্বাচিত হয়েছেন, ১৮টি পদে ৪৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৩৫৫ জন।