কুড়িগ্রামে বিনে টাকায় ৪শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করে দিলেন মানব কল্যান ছাত্র সংগঠন কুড়িগ্রামের স্বেচ্ছাসেবীরা।বিনো টাকায় রক্তের গ্রুপ জানতে পেরে খুশি মানুষজন।
বুধবার( ২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষ্ণপুর পালপাড়া এলাকায় রক্ত গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর পাল পাড়া গ্রামের বাসিন্দাসহ মানব কল্যান ছাত্র সংগঠনের স্বেছাসেবী সদস্য বৃন্দ।রক্তের গ্রুপ নির্নয় উদ্বোধনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর সভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামরুজ্জামান মিন্টুসহ প্রমুখ।
রক্তের গ্রুপ নির্নয় করতে আসা নিমাই কর্মকার বলেন,আমার বয়স ৬০ বছর রক্তের গ্রুপ কি জানতাম না।বাইরে রক্তের গ্রুপ জানতে ১০০ টাকা লাগে,আর এখানে বিনে টাকায় রক্তের গ্রুপ জানতে পারলাম।
পার্বতী রানী বলেন,বিনে টাকায় রক্তের গ্রুপ জানতে পারলাম। খুব ভালো লাগলো। আমাদের এলাকায় অনেক লোকেরই রক্তের গ্রুপ জানা সম্পর্কে জানা ছিল না।আজ মানব কল্যান ছাত্র সংগঠন এসে ফ্রিতে এ সেবাটা দিলো। এখন তারা নিজস্ব রক্তের গ্রুপ জানতে পারলো।
মানব কল্যান ছাত্র সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ আসাদুজ্জামান বিপ্লব বলেন,মানব কল্যান ছাত্র সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানবিক উন্নয়ন ও বিভিন্ন ধরনের আর্থিক সহযোগীতা করে আসছে।সেই লক্ষ্যে বুধবার দিনব্যাপী প্রায় ৪০০ শাতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয়ের কাজ করা হলো।আমাদের এ ধারা অব্যহত থাকবে।