ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ইসলাহুল উম্মাহ পরিষদের উদ্যোগে ‘মাশায়েখে বানিয়াচংয়ের গ্রন্থের’ প্রকাশনার মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল ১০টায় দারুল কোরআন টাইটেল মাদ্রাসা মসজিদে ইসলাহুল উম্মাহ পরিষদের সভাপতি মাওলানা বশির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রওশন ইজদানির সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল বাছিত আজাদ, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান, বিশিষ্ট মোফাচ্ছিরে কোরআন আল্লামা আশিকুর রহমান কাসেমী, বৃন্দাবন সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ড. মাসুদুল হাসান, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ ও সহকারি অধ্যাপক ডা. মুবিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, বানিয়াচং আলেম উলামাদের অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এ এলাকায় যেমনিভাবে অনেক গুণী আলেম-উলামা,পীর-মাশায়েখ জন্ম নিয়েছেন, তেমনিভাবে জেনারেল শিক্ষিত অনেক গুণী ব্যক্তিত্বও রয়েছেন। মাশায়েখে বানিয়াচং গ্রন্থের ন্যায় গত হওয়া দেশবরেণ্য ব্যক্তিদের জীবনী গ্রন্থাকার আকারে প্রকাশ করার জন্য লেখকের প্রতি অনুরোধ জানাচ্ছি। পরে প্রধান অতিথিও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ‘মাশায়েখে গ্রন্থটি সংকলন ও সম্পাদনা করেছেন মাওলানা সাদিক আহমদ।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক মাওলানা আব্দুর রহিম জালালাবাদী, কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা শায়েখ মখলিছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, মাওলানা মমসাদ আহমদ, মাওলানা মুজিবুর রহমান,মাওলানা গোলাম কাদির, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, ডা. মনির লস্কর ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।