কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানের দুটি জিআর ওয়ারেন্ট মূলে কচাকাটা থানা পুলিশ রেজাউল করিম রানা (৩২) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মর্তুজার নেতৃত্বে একটি চৌকুস টিম দীর্ঘদিন থেকে পলাতাক থাকা কুখ্যাত ডাকাত মোঃ রেজাউল করিম রানা (৩২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই ডাকাত কচাকাটার বটতলার মন্ডলটারী এলাকার মৃত আজাদ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাটা বাজার এলাকা থেকে এসআই তাজুল ইসলাম, এএসআই আলতাফ, প্রাণকৃষ ও মশিউর আসাদের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে টাঙ্গাইল ও মির্জাপুর থানায় ডাকাতি ও দসূতা সহ ৪টি মামলা বিচারাধীন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিকেলের দিকে ডাকাতি মামলার জিআর ওয়ারেন্ট মুলে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।