শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগীতা ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এবং কর্মকর্তা কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বানিয়াচং উপজেলার পক্ষ হতে অংশগ্রহন করে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থা।
বুধবার (১৫ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ও সাহি স্পোর্টের ম্যানেজার সাহিবুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও অবকাঠামো উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পথে। এর কারিগর হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধূলার চর্চা করতে হবে। খেলাধূলায় যেমনিভাবে শারীরিক উন্নতি হয়, তেমনিভাবে জ্ঞানেরও বিকাশ ঘটে। তবে খেলায় রাখতে কোনো অবস্থাতেই যাতে লেখাপড়ার সমস্যা না হয়।
সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ আমির হোসেন মাষ্টার,সহসভাপতি বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, এড.মুর্শেদুজ্জামান লুকু, শাহজাহান মিয়া, ছায়েব আলী, ফজল উল্লাহ খান,আবুল মনসুর তুহিন, বক্সিং কোচ জুয়েল রহমান, কোচ শাহেদ মিয়া, শিক্ষক ছানাউল হক রুবেল,শিক্ষক শাহিনুর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া,অভিভাবক কালু মিয়া প্রমুখ।
পরিশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তোলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।