“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য এমপি আব্দুল মজিদ খান বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনার জন্য সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।
বঙ্গবন্ধু জানতেন, তাঁর দেশের মাটিতে সোনা ফলে। তাই তিনি কৃষির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন। বর্তমান কৃষিবান্ধব সরকারও বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে। তাই আজ আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। এমপি মজিদ খান আরো বলেন, এবছর আগাম বৃষ্টি হচ্ছে।তাই ফসল ৬০-৭০% পেকে গেলে সেই ফসল কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজমুল হক চৌধুরী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি বানিয়াচং সভাপতি এস এম খোকন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,হায়দারুজ্জামান খান ধন মিয়া,আরফান উদ্দিন,আনোয়ার হোসেন,মঞ্জু কুমার দাস, এরশাদ আলী,শামীম চৌধুরীসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
এসময় ৭শ ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রি-৪৮ ধান বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।