মাঃ ইমন আলী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী বাজার সরকারি খাদ্য গুদাম হতে চাল ও গম পাচারের অভিযোগ পাওয়া গেছে শনিবার, দিবাগত রাতে আনুমানিক রাত ১২ টার পর সরকারি খাদ্য গুদাম হতে অটোচালিত একটি ভ্যানে ৪ বস্তা গম ও ২ বস্তা চাল পাচারের সময় হাতেনাতে আটক করতে যাদুরানী বাজারে নৈশ প্রহরী মোঃ মাসুদ রান (২৫),মোঃ আমিরুল ইসলাম(৩৫) ও মোঃহাফিজুর রহমান(২৬) সহ স্হানীয় জনগণ,আটককৃত ভ্যানটি এখন পর্যন্ত খাদ্য গুদামের সামনে রাখা হয়েছে।
রাত ১২,টার,পর ভ্যানচালক মোঃ ইউসুফ আলী(৩২) পিতাঃ মোঃ মকসেদ আলী(৮০) গ্রাম নন্দগাঁও(ডাংগী)’র বাসিন্দা,ভ্যানে করে ৪ বস্তা গম ও ২ বস্তা চাল পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে,নাম প্রকাশে অনিচ্ছুক অএ খাদ্য গুদামের কর্মচারী জানান, আটককৃত ধান ও গম তাদের খাদ্যগুদাম থেকে বের হয় নি বলে অস্বীকার করেন তবে এখন পর্যন্ত কোন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
তবে এলাকাবাসীর অভিযোগ আটককৃত চাল ও গমের বস্তাগুলো অএ গুদাম থেকে পাচার করা হচ্ছিল।আটককৃত প্রতিটি বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সীল ছাপানো আছে।তবে ভ্যান চালক পলাতক রয়েছে।
এ বিষয়ে ০২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন,সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । তবে ঘটনাটি কতটুকু সত্যতা এ বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।