কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে যুবকের মাছ ধরার ইচ্ছের মুখে পড়লো গুড়ি বালি। নিজে মৃগি রোগী জেনেও বন্যার পানিতে মাছ ধরার অদম্য ইচ্ছায় হতে হলো সলিল সমাধি।
জানা যায় চিলমারি উপজেলার থানাহা্াট ইউনিয়নের মাচাবান্দা নালারপাড়
গ্রামে মৃত হামিদুল হকের পুত্র রাকু মিয়া বুধবার ভোরে বাড়ীর পাশে বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার
এক পর্যায়ে মৃগি রোগ দেখা দিলে সবার অজান্তে পানিতে পরে যায়।
কোন প্রকার কারো সাহায্য না পাওয়ায় পানিতে ডুবে হাবুডুবু খেয়ে মারা যায় ।
পরিবারের লোকজন তার কোন খবর না পেলে তাকে পানিতে খুজতে
শুরু করে পরে এক ঘন্টা পর পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।