বকেয়া বেতন ও আখেের মূল্য পরিশোধের দাবীতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা বিক্ষোভ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন।
সোমবার(২০জুলাই) রংপুর সুগার মিলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষীরা
চিনিকলের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহিমাগঞ্জ
রেল ষ্টেশনের প্লটফর্ম এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করে রাখে।
সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধাঘন্টা আধা ঘণ্টা সময় তারা রেলপথ অবরোধ করে রাখে।
অবরোধ শেষে প্লাটফরর্মে শ্রমিক কর্মচারীদের একত্রে একটি সমাবেশ
অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী
ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর
রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমূখ।
তারা গত চার মাস বেতন না পেয়ে এই করোনা পরিস্থিতিতে পরিবার পরিজন
নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।এ সময় তারা বলেন গত এপ্রিল হতে বেতন-ভাতা,মৌসুম চলাকালীন সময়ে শ্রমিক/কর্মচারীদের গুটি ইনসেনটিভ,মজুরী কমিশনের এরিয়া বিলের অবশিষ্ট পাওনা,সাধারণ ছুটি চলাকালীন সময়ে কানা-মনা শ্রমিক কর্মচারীদের হাজিরা বেতন ও আখ চাষীদের (২০১৯-২০২০) মৌসুমের আখ মূল্য বাকেয়া রয়েছে।তারা এসকল বকেয়া মানবিক কারণে হলেও ঈদের আগেই পরিশোধ করার দাবী জানান।
কর্মসূচী চলাকালে মহিমাগঞ্জ রেলস্টেশনে পুলিশ, রেলপুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক সদস্য আইন শৃংখলা রক্ষায় তৎপর ছিলেন।