ঢাকা-১৮ উপনির্বাচন কে ঘিরে চাঙা হতে শুরু করেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। এখনো ইশতেহার ঘোষণা না হলেও মাঠের লড়াই ও মনোনয়ন নিয়ে অংক কষতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা।
অপরদিকে বি.এন.পি. ও এ নির্বাচনে অংশ নেয়ার ঈঙ্গিত দেয়ায় নির্বাচনের মাঠেও কিছুটা গরম হাওয়া বইতে শুরু করেছে। কেউ আশ্বাস দিচ্ছেন মনোনয়ন পেলে জয়ী হয়ে ঢাকার এই প্রবেশপথের আসন উপহার দিবেন দলের প্রধান কে।আর কেউ বা বলছেন প্রয়াত নেতার অসমাপ্ত কাজগুলো শেষ করার কথা।
এপর্যন্ত মনোয়ন প্রত্যাশী যাদের ব্যানার চোখে পরছে এবং আলোচনায় শোনা যাচ্ছে তাঁরা হলেন –
নাজমা আক্তার (সাবেক এম পি; সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ ) ,আলহাজ্ব মোঃ হাবিব হাসান -মনোয়ন প্রত্যাশী আওয়ামীলীগ, আফসার উদ্দিন খান -মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ, খসরু চৌধুরী -মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ ।
এবং এস.এম. জাহাঙ্গীর হোসেন (সভাপতি;যুবদল ঢাকা মহানগর উত্তর ), এম কফিল উদ্দিন আহাম্মদ মনোনয়ন প্রত্যাশী বি.এন.পি.।