“সাবধানে চালাবো গাড়ী নিরাপদে ফিরবো বাড়ী আইন অমান্য করবো না জরিমানা দেব না” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে পরিবহন সেক্টরের মালিক শ্রমিক ও লাইনম্যানদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুরে মাধবপুর থানার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সিনিয়র সাংবাদিক মোঃ আইয়ুব খান, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, বর্তমান সেক্রেটারী সাব্বির হাসান আকাশ, সাংবাদিক লিটন পাঠান, পরিবহন সেক্টরের মালিক বাদল, শ্রমিক নেতা হামিদ আলী, আব্দুল আউয়াল, লাইনম্যান মাতু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি ফারুক আল মামুন ভূঁইয়া বলেন, গাড়ী পার্কিং, যানজট নিরসন ও নিরাপদ রাস্তার স্বার্থে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে আসছে
এছাড়াও জরুরী কাগজপত্র, লাইসেন্স সাথে নিয়ে গাড়ী চালানোর পরামর্শ জ্ঞাপন করেন। অপ্রাপ্ত বয়স্ক কেউ যাতে গাড়ী চালাতে না দেওয়া হয় সেজন্য মালিকপক্ষকে সর্তক করে দেওয়া হয়।