কুড়িগ্রামের উলিপুরে দূর্গাপুর বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় ও উলিপুর থানার অফিসার ইনর্চাজের প্রচেষ্টায় দূর্গাপুর বাজারের প্রায় ৩শ ব্যবসা প্রতিষ্ঠানের পুরোটা সিসিটিভি ক্যামেরার কাভারেজের আওতায় আনার জন্য প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দূর্গাপুর বাজার বণিক সমিতি কার্যালয়ে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে সমিতির সভাপতি সহদর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুু, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি, অফিসার ইনর্চাজ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ আলী সরদার,
পান্ডুল ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মঙ্গা, বণিক সমিতির সহ-সভাপতি মশিউর রহমান চাঁদ, গোড়াই পিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুল আলম প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন, বণিক সমিতির সাধারন সম্পাদক খায়রুল ইসলাম বাবলু। প্রধান অতিথির বক্ত্যবে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার গুরুত্ব¡পূর্ণ হাট বাজার গুলোতেও পর্যায়ক্রমে সিসি ক্যামরো বসানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে ও ব্যবসায়ীদের নিরাপত্তা রক্ষায় এটি খুবই প্রয়োজন।