বৃহস্পতিবার ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন আবু ত্বহার স্ত্রী সারা
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন আবু ত্বহার স্ত্রী সারা

বিডি ২৪ অনলাইন নিউজ: আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের বিরুদ্ধে আবারও পরকীয়ার অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারা। শনিবার (১১ অক্টোবর) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, আদনান তাঁর কলেজ জীবনের পুরনো প্রেমিকা এবং বর্তমানে একজন এয়ার হোস্টেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন।

সারা লিখেছেন, “এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিগণও মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে। আপনাদের উস্তাদ আবু ত্বহা মুহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার ১৫ বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা, বর্তমান এয়ার হোস্টেসের।”

তিনি আরও অভিযোগ করেন, “তারা নিয়মিত চ্যাটবক্সে ফিলিংস আদান-প্রদানসহ ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলছেন। আবার তিনি তাঁর (জারিনের) সঙ্গে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছাও পোষণ করেন এবং সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন। আসলে আপনাদের দেওয়া টাকায় গড়া তাঁর প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যেকোনো নারীর সঙ্গে একান্তে মিট করার কারখানা।”

সারা দাবি করেছেন, তিনি এসব আচরণে প্রতিবাদ করায় উল্টো তাঁকেই অভিযুক্ত করা হয়েছে এবং পারিবারিকভাবে তাঁকে মানসিকভাবে চাপে রাখা হয়েছে।

তার ভাষায়, “এগুলো থেকে তাঁকে খুব বিরত রাখতে চেয়ে অস্থির হতাম, বিধায় আমাকে তাঁর আশপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানানো হয়েছে। নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করেছেন।”

একই পোস্টে সারা আরও লিখেছেন যে, তিনি বর্তমানে মানসিক ও শারীরিকভাবে ভালো নেই এবং এজন্য তাঁর অনলাইন তালিম আপাতত স্থগিত রাখছেন।

পোস্টের নিচে করা এক মন্তব্যে সারা আবারও জোর দিয়ে বলেন, “আমি মিথ্যা বলিনি। নিছক সন্দেহের বশে লেখার তো প্রশ্নই আসে না। উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশায়। কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাঁকে নির্দোষ প্রমাণের আস্ফালন তাঁকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না। হতে পারে, আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দ্বীনের বড় উপকারে আসবেন। আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরও হব জানি। আমি আমার পরোয়া করি না। আমি স্বার্থান্বেষী, নেইম-ফেইম বিলাসীও নই।”এ ঘটনায় এখনো পর্যন্ত আবু ত্বহা মুহাম্মদ আদনানের পক্ষ থেকে কোনো নতুন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এর আগে, গত সপ্তাহে স্ত্রীর অনুরূপ অভিযোগের পর তিনি এক ফেসবুক পোস্টে বলেছিলেন, “স্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্য ভুল বোঝাবুঝির ফল। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।”

এরপর সারা আগের পোস্টটি মুছে ফেলে ক্ষমা প্রার্থনাও করেছিলেন। তবে কয়েক দিন না যেতেই ফের এমন অভিযোগ তুলে তিনি নতুন করে আলোচনায় আসেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »