মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


অপরুপা পূজা
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অপরুপা পূজা
টলিউড অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায়। টলিউডের এই অভিনেত্রীর অভিনয় যতটা না চর্চায়, তার থেকে অনেক বেশি নজরকাড়া চেহারা তাঁর। খবরের শিরোনামে বারবারই এমনভাবে জায়গা করে নিয়েছেন তিনি। মা হওয়ার পরও যেভাবে নিজেকে ধরে রেখেছেন, তাতে তাক লেগে যাবে যে কারো। বিকিনি হোক বা শর্ট ড্রেস, একেবারে তুফানি ঝড় তোলেন পূজা বার বার।

সম্প্রতি ভ্যালেনটাইন ডে’তে স্বামীর সঙ্গে রোম্যান্সের ছবি থেকে খোলা পিঠে সমুদ্রের ধারে ঝড় তোলা ছবি- সবই ভাইরাল অভিনেত্রীর। ফটোশুটের সময় ক্যামেরায় একের পর এক চুম্বন ছুড়ে দেওয়ার দৃশ্যও ভাইরাল হয়েছে অভিনেত্রীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। ছেলের সঙ্গে খুনসুটি হোক বা সমুদ্রের ধারে রঙিন বিকিনিতে উষ্ণতা নেওয়াই হোক, সবটাই তুলে ধরেন ভক্তদের মাঝে। রিল, ভিডিও, ছবি সবকিছু মিলিয়ে ভক্তদের কাছে পরিবেশন করেন পূজা। ভক্তদের চোখে তিনি রুপে অপরুপা, উষ্ণতায় অনন্য। পুজার ছবি বা ভিডিওতে ভক্তদের এই ধরনের প্রশংসাবানী নিত্য নিয়মিত চোখে পড়ে।

এরই মাঝে হঠাৎ তাঁর রাতের অন্ধকারে পাঠানের বেশরম যেমন মুগ্ধ করেছে দর্শককে,

তেমনই পিঠ খোলা নীল-গোলাপী বিকিনিতে ‘ইয়ে এক জিন্দেগি কাফি নেহি হ্যায়’ গানে সমুদ্রের ধারে নিজেকে তুলে ধরার ভিডিওটিও আলোড়ন ফেলে দিয়েছে।

পূজার ছবি পোস্ট হতেই কমেন্টে ভরিয়ে দেয় দর্শক। সবচেয়ে বেশি যেটা লিখতে যেটা দেখা যায়, তা হল ‘উফফ’! মা হওয়ার পর একটুও কমেনি হটনেস! পূজার আগের ও পরের ছবি কোনোভাবেই আলাদা করতে পারবে না ভক্তরা! এখনও যথেষ্ট সাহসী পোশাকে নিয়মিত হাজির হন অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রামের পাতা ঘুরে এলে বোঝা যায়, অন্যান্য ড্রেসেও একইভাবে সুন্দর পূজা।

টলিউডে অনেকদিন কোনো প্রজেক্টে না থাকলেও বলিউডে বেশ কিছু কাজ তাঁকে করতে দেখা গেছে।

সেই সঙ্গে নানান পোশাকে পূজার চমৎকার রূপের দেখা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন সুন্দর রূপ যা দেখলে চোখ ফেরানো দায়!

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন তিনি। সবকিছু সামলেই আবার পরিচালক রাজা চন্দের ছবির শুটিংও শুরু করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁকে দেখা যাবে একটি ভরপুর কমেডি ছবিতে। তবে এখনও ছবির নাম ঠিক হয়নি। ছবিতে পূজা ছাড়াও আয়ুষী তালুকদার, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সিয়াম আহমেদের মতো বেশকিছু জনপ্রিয় মুখ দেখা যাবে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম জুটি বাঁধবেন তিনি। ছবিতে বুম্বাদার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন পূজা। মা হওয়ার পর যে পরিমাণ পরিবর্তন একজন নারীর চেহারায় আসে, তা সামলে উঠতেও বেশ খানিকটা সময় লাগে সকলেরই। কিন্তু, পূজাকে দেখলে বোঝার উপায় নেই সেটা। বিয়ের অ্যালবাম থেকে ব্যক্তিগত মুহূর্ত, ভ্যালেন্টাইন ডে’র সুন্দর ভিডিও পোস্ট করেও ভক্তদের ভালোবাসা কুড়িয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত
Translate »