সোমবার ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


আমতলীতে পাগলী রাহিমা মা হলেন, বাবা হলেন না কেউ!
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে পাগলী রাহিমা মা হলেন, বাবা হলেন না কেউ!

বিডি ২৪ নিউজ অনলাইন: পাগলী রাহিমা ছেলে সন্তানের মা হলেন কিন্তু বাবা হলেন না কেউ। শুক্রবার গভীর রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে তিনি ছেলে সন্তানের মা হন। শিশুটি জন্মের পরে অসুস্থ হওয়ার তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মা ও শিশু ওই হাসপাতালে সুস্থ আছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারে পাগলী রাহিমা শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শারীরিক যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু কেউ তার শারীরিক যন্ত্রণার বিষয়টি অনুভব করতে পারেনি। ওই দিন রাত ১১টার দিকে স্থানীয়রা ৯৯৯ ফোন দেন। আমতলী থানার এসআই নাসরিনসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার শারীরিক যন্ত্রণার কারণ বুঝতে পারেন। পরে নারী ইউপি সদস্য তাসলিমা বেগমের সহায়তার ওই পাগলীকে পুলিশ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান দ্রুত তাকে গাইনি ওয়ার্ডে প্রেরণ করেন। ওই রাতেই হাসপাতালের নার্স ও ইউপি সদস্য তাসলিমার সহায়তার পাগলী একটি ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু মা সুস্থ থাকলেও শিশুটি অসুস্থ হয়। ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামানের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় শিশুটি কিছুটা সুস্থ হয়। পরে ওই শিশু ও মাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে শিশু ও মা সুস্থ্য আছেন। ধারনা করা হচ্ছে ওই পাগলীর বাড়ী উত্তরাঞ্চলের কোন এলাকায়। তিনি শুদ্ধ ভাষার কথা বলেন বলে জানান ইউপি সদস্য তাসলিমা বেগম।

ইউপি সদস্য তাসলিমা বেগম বলেন, পাগলীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ডাক্তার, নার্সদের সহায়তায় স্বাভাবিকভাবেই পাগলী রাহিমা একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। তিনি আরো বলেন, পাগলী তার রাহিমা বলে জানান। সে শুদ্ধ ভাষায় আমাকে এবং এসআই নাসরিনকে ভাবী ডেকেছেন। ধারণা করা হচ্ছে রাহিমা উত্তরাঞ্চলের কোন ভালো পরিবারের মেয়ে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, সন্তান প্রসবের পরে মা সুস্থ্য ছিল কিন্তু শিশুটি বেশ শ্বাস কষ্টে ভুগতেছিল। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পরে শিশুটি কিছুটা সুস্থ্য হয়। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ওই পাগলী এর আগেও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান হয়েছে। সিজারিয়ান অপারেশনের পরে স্বাভাবিক সন্তান হওয়া খুবই জটিল কিন্তু আল্লাহ সহায় হয়েছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষণিক এসআই নাসরিনসহ পুলিশ পাঠিয়ে পাগলীকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। ওই পাগলী একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে
Translate »