রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিন্ময় হাওলাদারের টেন্ডার কারসাজির অভিযোগ
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ৪:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিন্ময় হাওলাদারের টেন্ডার কারসাজির অভিযোগ

বিডি ২৪ নিউজ অনলাইন: বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমএসআর সামগ্রী ক্রয়ের দরপত্রকে ঘিরে বড় ধরনের দুর্নীতি ও কারসাজির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার।
২০২৫-২০২৬ অর্থবছরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুকুয়া স্বাস্থ্য কেন্দ্রে ৪৭ লাখ ৮৫ হাজার টাকার এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য ই-জিপি (ঊষবপঃৎড়হরপ এড়াবৎহসবহঃ চৎড়পঁৎবসবহঃ) পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান। টেন্ডার খোলা হয় ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, দুপুর ২টায় ডাঃ চিন্ময় হাওলাদারের কার্যালয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাগজপত্র যাচাইয়ে মেসার্স বিথি ট্রেডার্স সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হলেও, কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার তার ঘনিষ্ঠ ব্যক্তি ও টেন্ডার কনসালটেন্ট আরিফুর রহমান ইমন-এর সহায়তায় সিকদার ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে কাজের অনুমতি দেন। এতে সরকারি অর্থ অপচয় এবং স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণভাবে ভঙ্গ হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
দরপত্রে অংশগ্রহণকারী মোসাঃ সামসুন্নাহার রুবী, মালিক—মেসার্স বিথি ট্রেডার্স, লিখিতভাবে অভিযোগ করেছেন, “ডাঃ চিন্ময় হাওলাদার ইজিপি প্রক্রিয়াকে উপেক্ষা করে নিজের পছন্দের ঠিকাদারকে সুযোগ দিয়েছেন। সর্বনিম্ন দরদাতা হয়েও আমরা বঞ্চিত হয়েছি, যা সম্পূর্ণ বেআইনি।”
এই অভিযোগের প্রেক্ষিতে বরগুনার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, “আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে নিজ অবস্থান থেকে মন্তব্য দিতে গিয়ে ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করেছি এবং সকল প্রক্রিয়া আইনঅনুযায়ীই হয়েছে।”কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, দরপত্র যাচাই থেকে অনুমোদন পর্যন্ত প্রায় সব ধাপেই ডাঃ চিন্ময় হাওলাদারের প্রত্যক্ষ প্রভাব ছিল। তার নির্দেশেই টেন্ডার কনসালটেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘মনোনীত’ ঠিকাদারকে সুবিধা দেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরেই টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও পছন্দের ঠিকাদার নিয়োগের প্রবণতা চলছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার   চট্টগ্রামের মাফিয়া ডন পাপ্পীর যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা বাতিলের আবেদন   পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতের মাঝে থাকা ডুরান্ড লাইন,দীর্ঘদিন ধরেই চলে আসছে বিতর্ক   বিতর্কিত প্রকৌশলী ইকবাল কবিরের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক   কালচারাল অফিসার অসিত বরন পালিয়ে গেল গভীর রাতে   বরিশালের এলজিইডি নির্বাহী প্রকৌশলী আতিকুল’র সঙ্গে বন্ধু ফুলকাম বাদশার স্ত্রীর পরকীয়ার অভিযোগ   মা ইলিশ বাঁচাতে জলকামান ব‌্যবহার   সুনামগঞ্জের ছাতকে সোনাই নদীর বালু লুটে প্রভাবশালী সিন্ডিকেট   বরগুনার তালতলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে   পালিয়ে যেতে পারে বরিশাল শিল্পকলার অসিত বরন দাশ   আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের   জাতীয় নির্বাচনের তফশিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে:সিইসি   বরিশাল শিল্পকলার সেই বিতর্কিত অসিতকে এবার ব্রাহ্মণবাড়িয়াতে বদলি
Translate »