মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ইরানে পাকিস্তানের পাল্টা হামলা নিহত ৭
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৪, ১:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানে পাকিস্তানের পাল্টা হামলা নিহত ৭

ইরানে ‘সন্ত্রাসী আস্তানা’গুলোর ওপর হামলা চালালো পাকিস্তান। দিন দুয়েক আগেই পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। তেহরানকে তার ভূখণ্ডে বেলুচি গোষ্ঠী জইশ আল-আদলের সদর দপ্তরে হামলার জন্য ‘গুরুতর পরিণতি’ সম্পর্কে সতর্ক করার একদিন পরে এই বদলা নিলো ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মার্গ বার সরমাচার’ নামক গোয়েন্দা ভিত্তিক অভিযানের সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে ইরানি মিডিয়া জানিয়েছে যে, হামলায় ৪ শিশুসহ ৭ জন নিহত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে পাকিস্তান ইরানের সিস্তান ওবেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলির বিরুদ্ধে অত্যন্ত সমন্বিত এবং বিশেষভাবে লক্ষ্যবস্তুতে নিখুঁত সামরিক হামলা চালিয়েছে। ইরানকে ‘ভ্রাতৃত্বপূর্ণ দেশ’ বলে অভিহিত করে ইসলামাবাদ বলেছে যে এই পদক্ষেপটি সমস্ত হুমকির বিরুদ্ধে তার জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য ‘পাকিস্তানের অদম্য সংকল্পের বহিঃপ্রকাশ।’

মন্ত্রণালয় বলেছে, ইসলামাবাদ ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে। এই হামলার একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের অনুসরণ করা যার সঙ্গে আপস করা যায় না। বিগত বেশ কয়েক বছর ধরে, ইরানের সঙ্গে আমাদের সম্পৃক্ততার মধ্যে, পাকিস্তান ক্রমাগতভাবে ইরানের অভ্যন্তরে অনিয়ন্ত্রিত স্থানগুলিতে নিজেদেরকে ‘সরমাচার’ বলে অভিহিত করে পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় এবং অভয়ারণ্যের বিষয়ে তার গুরুতর উদ্বেগ শেয়ার করেছে।

পাকিস্তান আরও বলেছে যে, তারা এই সন্ত্রাসীদের উপস্থিতি এবং কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণ শেয়ার করেছে। মন্ত্রণালয় বলেছে, এই তথাকথিত সরমাচাররা দায়মুক্তিসহ নিরপরাধ পাকিস্তানিদের রক্ত ঝরাতে থাকে। এই তথাকথিত সরমাচারদের আসন্ন বড় আকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গতকাল সকালে পদক্ষেপ নেয়া হয়েছিল।

এর আগে মঙ্গলবার, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

ইরানের তার আকাশসীমা লঙ্ঘনের নিন্দা করে পাকিস্তান প্রতিবেশী দেশকে সেদিনই সতর্ক করে বলেছিল যে, এই ধরনের কর্মকাণ্ডের ‘গুরুতর পরিণতি’ হতে পারে। হামলার প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- ‘ইরানের দ্বারা পাকিস্তানের সার্বভৌমত্বের অপ্রীতিকর এবং স্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন। এই বেআইনি কাজটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এর কোনো যৌক্তিকতা নেই।’

জইশ আল-আদলকে ইরান একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে কালো তালিকাভুক্ত করে যা ২০১২ সালে গঠিত হয়েছিল এবং সাম্প্রতিক বছরগুলিতে ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে হামাস-ইসরাইল সংঘর্ষ এবং লোহিত সাগরে জাহাজের ওপর ক্রমবর্ধমান হামলার মধ্যে ইরান পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়েছে এবং ইসলামাবাদও তার জবাব দিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার
Translate »