রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



এলজিইডির সহকারী প্রকৌশলী হাসানুজ্জামানের বিরুদ্ধে যত অভিযোগ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এলজিইডির সহকারী প্রকৌশলী হাসানুজ্জামানের বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইন নিউজ: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত,অফিসের সরকারি আসবাবপত্র অনুমোদন ব্যতিরেকে বিক্রি, প্রেমের ফাঁদে ফেলে নারীর সংসার ভেঙে দেওয়া, নারী সহকর্মীদের অবৈধ সম্পর্কের প্রস্তাব, প্রস্তাবে সায় না দিলে বিভিন্ন প্রক্রিয়ায় হয়রানী করার অভিযোগ উঠেছে বর্তমানে কুষ্টিয়া জেলা এলজিইডির সহকারি প্রকৌশলী মো: হাসানুজ্জামান এর বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রমতে,পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ঘনিষ্ট সহোচর মো. হাসানুজ্জামান এর বিরুদ্ধে শ্লীলতাহানীসহ প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়ানোর পাশাপাশি ১০ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ তোলেন এলজিইডির এক নারী কর্মকর্তা।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ভূক্তভোগী নারী তার বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ কারার সাহস পায়নি। আওয়ামী সরকারের পতনের পর এলজিইডির ভূক্তভোগী নারী কর্মকর্তা গত ২৬ জানুয়ারি-২০২৫ তারিখে এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে অভিযোগে করেন।

অভিযোগে এলজিইডির ভূক্তভোগী নারী কর্মকর্তা বলেন, এলজিইডির সহকারী প্রকৌশলী (তখন প্রধান কার্যালয়ের যান্ত্রিক শাখায় কর্মরত ছিলেন) মো. হাসানুজ্জামান ও আমি সহকর্মী হওয়ায় আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের ঘনিষ্ঠতার কারণে প্রকৌশলী হাসানুজ্জামান- আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়। ২০১৯ সাল থেকে শুরু করে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময় হাসানুজ্জামান আমার বর্তমান বাসা ও তার বন্ধুর বাসায় একাধিকবার আমরা দৈহিক মিলামেশায় আবদ্ধ হই। যার একাধিক ভিডিও চিত্র আমার কাছে সংরক্ষিত রয়েছে । এরপর সে “আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে আমার স্বামীকে ডির্ভোস করতে বলেন, আমি তার কথায় বিশ্বাস করে আমার স্বামীকে ডিভোর্স করি। তখন থেকে আমার সঙ্গে নানা টালবাহানা করতে থাকে এবং আমাকে বিয়ে করবে না বলে জানায়। হাসানুজ্জামান আমার ছেলেকে কানাডায় পাঠানোর কথা বলে, নগদ প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আমি টাকা ফেরত চাইলে রাগান্বিত হয়ে আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়।

সূত্রমতে, হাসানুজ্জামান এর নারী কেলেংকারির এটা কেবল নমুনা মাত্র। সে অনেক নারীর সর্বনাশ করেছে। মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর প্রভাব বলয়ে থাকায় সবাই মুখ চেপে সব সহ্য করে গেছেন। প্রাণ নাশ অথবা চাকরি হারানোর ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খোলেনি। অন্যদিকে এলজিইডির ভূক্তভোগী যে নারী কর্মকর্তা মন্ত্রণালয়ে অভিযোগ করেছিলেন;তিনি আদালতে মামলাও করেছিলেন হাসানুজ্জামানের বিরুদ্ধে। তবে ভূক্তভোগী এলজিইডির নারী কর্মকর্তা হাসানুজ্জামানের বিরুদ্ধে করা মামলা আবার প্রত্যাহার করে নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে মামলা প্রত্যাহারের রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান এলজিইডির প্রধান কার্যালয়ের যান্ত্রিক শাখায় কর্মরত ছিলেন। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসানুজ্জামান-কে সম্প্রতি কুষ্টিয়া বদলি করা হয়েছে। মূলত তিনি প্রকল্প ভিত্তিক বিগত সরকারের আমলে এলজিইডিতে চাকরিতে যোগদান করেন। ২০১১- ১২ অর্থবছরে মামলার মাধ্যমে জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি রাজস্ব খাতে চাকরি করার সৌভাগ্য অর্জন করেন। এরপর থেকেই তিনি অর্থের লোভে এহেন কর্ম নেই যা করেননি। জানা যায়, যান্ত্রিক শাখায় গাড়ি মেরামতের ছলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। জ¦ালানি খরচের ভূয়া বিল ভাউচারের মাধ্যমে প্রচুর টাকা আত্মসাত করেছেন।

সম্প্রতি যান্ত্রিক শাখার লিফটসহ বিভিন্ন দ্রব্য সামগ্রি চুরি করে বিক্রি করার অন্যতম হোতা হচ্ছেন আওয়ামী ফ্যাসিস্ট সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান। সরকার গঠিত তদন্ত কমিটির রিপোর্টে চুরির ঘটনায় অন্যান্য কর্মকর্তাদের সাথে হাসানুজ্জামান-কে দায়ী করা হয়েছে। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ঘনিষ্ট সহোচর হওয়ায় তার ক্ষমতা ছিল ব্যাপক, যে কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারেনি।

আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর প্রভাব বলয়ে থেকে সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান আওয়ামী শাসনামলে নিয়োগ,বদলি,পদোন্নতি ও দরপত্র বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অবৈধ টাকায় বাড়ি,গাড়ি,ফ্লাট,প্লটসহ অঢেল সম্পদ গড়ে তুলেছেন। অর্জিত কালো টাকা নারীর পিছনে ব্যয় করেছেন। সামান্য বেতনের কর্মকর্তা হয়েও বিলাসী জীবন যাপন করছেন। ছেলেকে বিদেশে লেখা পড়া করাচ্ছেন। আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছিল। কিন্তু চতুর হাসানুজ্জামান মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর প্রভাবে দুদকের তৎকালীন তদন্ত ধামাচাপা দিয়ে দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে।

এ বিষয়ে সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান এর বক্তব্য নেয়ার জন্যে চেষ্টা করেও তার ফোনে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »