মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কালোতে জমকালো জয়া
প্রকাশ: ৪ মার্চ, ২০২১, ৮:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কালোতে জমকালো জয়া
বিনোদন ডেস্ক : অভিনয় নৈপুণ্যে দুই বাংলারই দর্শকের কাছে নন্দিত অভিনেত্রী জয়া আহসান। শুধু অভিনয়ে নয়, সামাজিকমাধ্যমে তার একেকটি ছবিও দারুণ আলোড়ন তোলে ভক্তদের হৃদয়ে।
ইনস্টাগ্রামে দারুণ সক্রিয় অভিনেত্রী জয়া। বাংলাদেশি তারকাদের মধ্যে সর্বাধিক সংখ্যক অনুসারী যাদের আছে, তাদের মধ্যে জয়া অন্যতম। এ মুহূর্তে তার ফলোয়ার সংখ্যা ২২ লাখের বেশি।

ইনস্টাগ্রামে নিজের সিনেমা, বিজ্ঞাপন, মডেলিংসহ সবকিছুরই খবরাখবর অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন জয়া।

শুধু কর্মজীবনের নয়, ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের ছবিও ফুটে ওঠে তার দেয়ালে। মা, বোন কিংবা আদরের পোষা কুকুরটি, শখের কাজকর্ম কোনকিছুই বাদ যায় না। এককথায় নিজের জগতটারই যেন একেক ঝলক দেখান তিনি।

জয়া আহসানের গ্ল্যামার যেন দিন দিন বেড়েই চলেছে। তার শেয়ার করা ছবির নিচে অগণিত অনুসারীর মন্তব্য পড়ে। তার ছবির প্রশংসা বা ইতিবাচক মন্তব্য যতটা না দৃষ্টি কাড়ে, তার চেয়ে বেশি দৃষ্টি কাড়ে নেতিবাচক মন্তব্যগুলো। তবে এসবের ধার ধারেন না জাতীয় ও আন্তর্জাতিক একাধিক অঙ্গণে শ্রেষ্ঠ পুরস্কারজয়ী অভিনেত্রী।

দুই বাংলার সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার জন্য দর্শক ও সমালোচকের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। এবার বাংলার প্রথম থ্রিডি সিনেমাতে অভিনয় করছেন জয়া। সিনেমার নাম ‘অলাতচক্র’।

আগামী সিনেমা ‘অলাতচক্র’তে জয়া অভিনয় করছেন ক্যান্সার আক্রান্ত রোগীর চরিত্রে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার।

‘অলাতচক্র’ সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল ও জয়া আহসান। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ফিল্ম সোসাইটি আন্দোলনের সক্রিয় সদস্য ও চলচ্চিত্রকর্মী গাজী মাহতাব হাসান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যতত্ত্ব পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ এবং আরো অনেকে। আরো একটি বিশেষ চরিত্রে অতিথী শিল্পী হিসেবে দেখা যাবে ‘খাঁচা’-খ্যাত চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মাজহারুল রাজু।

হাবিবুর রহমানের পরিচালনায় মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পেতে চলেছে এই ছবি। প্রকাশ্যে আসা টিজারে একেবারে ঘরোয়া রূপে দেখা যাচ্ছে জয়াকে। পর্দায় কঠিন লিউকোমিয়া অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

২০২০ সালের শুরুতে শেষ হয় ছবির শুটিং। এরপর করোনা মহামারির জন্য ছবির কাজ পিছিয়ে যায়। এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই শুরু হয় পোস্ট প্রডাকশনের কাজ। সিনেমাটিকে ত্রিমাত্রিক রূপ দিতে কাজ করছে মুম্বাইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অলাতচক্র’।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার
Translate »