মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কুয়াকাটার খান এগ্রো ফার্ম করোনায় আর্থিক ক্ষতির মুখে
প্রকাশ: ১৮ মে, ২০২০, ৩:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটার খান এগ্রো ফার্ম করোনায় আর্থিক ক্ষতির মুখে

কে এম জহির,কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটার খান এগ্রো ফার্মের বেহাল অবস্তা মহামারী করোনা ভাইরাসে সারাদেশ লকডাউন থাকায় কুয়াকাটায় এখন আর কোন পর্যটক আসতে না পারায় । ফার্মের মুরগি,মাছ,হাস আগের মতো বিক্রি হচ্ছেনা বর্তমানে ফার্মে ছয় হাজার সোনালী এক হাজার বয়লার মুরগি রয়েছে,পুকুরে চাষে ত্রিশ হাজার পাঙ্গাস,সাধা মাছ রয়েছে পচিঁশ হাজার, দেশী এক শত পঞ্চাশটি রাজ হাস,দেশী পাচঁটি দুধের গাভী,দশটি ছোট বড়ো ষাড় ও গাভী রয়েছে ফার্মে।
প্রতিদিন হাস,মুরগি,মাছ,গরুর জন্য সতের হাজার টাকার খাবা লাগে,সত্তর থেকে পঁচাত্তর দিনে মুরগি বিক্রির উপযুক্ত হলেও এখন বিক্রি না হওয়ায় তিন মসের উপরে খামারে রাখতে হচ্ছে এবং বারতি খাবারদেয়া লাগতেছে। আগে প্রতিদিন গড়ে তিন শতর বেসি মুরগি বিক্রি হতো তাতে প্রায় পয়ত্রিশ হাজার টাকার মতো আসতো তাদিয়ে প্রতিদিনের মাছ,মুরগী,হাস,গরুরর খাবারের ব্যবস্থা হতো।
বর্তমানে করোন ভাইরাসের জন্য প্রতিদিন মাত্র ত্রিশ থেকে চল্লিশটি মুরগি বিক্রি হচ্ছে তাতে বাজার মূল্যে চার হাজার টাকা মতো আসে। প্রতিদিন মাছ,মুরগী,হাস,গরুর খাবার জোগান দিতে প্রতিষ্ঠানের মালিক হিমসিম খাচ্ছে। বর্তমানে খামারটি সরকারি ভাবে আর্থিক সহয়তা না পেলে হয়তো কিছুদিনের ভিতর বন্ধ হয়ে যেতে পারে।
খামারের মালিক মোঃ হাবিবুর রহমান ইকবাল খান বলেন আমার এখানে বর্তমানে তিন জন কর্মচারী আছে তাদের প্রতিমাসে খাবার ও বেতন বাবদ দিতে হচ্ছে পয়তাল্লিশ হাজার টাকা। এভাবে চলতে থাকলে হয়তো আর চালিয়ে নেয়া সম্ভব হবেনা। প্রতি মাসে এখন আমার ফার্মে প্রায় আর্থি ক্ষতি চার লক্ষ ত্রিশ হাজার টাকা। যা গতো এক মাস একুশ দিনে প্রায় সাত লক্ষ ত্রিশ হাজার নয় শত তিরানব্বই টাকা।
ফার্মে বর্তমানে ছয় হাজার সোনালী মুরগি আছে তা বিক্রি হলে হাস,মুরগি,মাছ,গরুর খাবার এবং কর্মচারীর বেতন দিয়ে হয়তো আর নতুন করে ব্যবসাইক ভাবে ঘুরে দাড়ানো সম্ভব হবে না। করোনা ভাইরাসে সারাদেশ লকডাউন থাকায় গনপরিবহন বন্ধ তাই নতুন কোন মুরগির বাচ্চা আনা সম্ভব হচ্ছেনা ।
কে এম জহির,কুয়াকাটা প্রতিনিধি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »