রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



কুয়াকাটায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশ: ১৮ জুন, ২০২১, ৫:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল ক্ষুদ্র ব্যবসায়ীরা আজ সকাল ১১টায় কুয়াকাটা চৌরাস্তায় মানববন্ধন করেন। এসময় সকল শ্রেণির ঝিনুক, শুটকি, আচার ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন। করোনা ভাইরাস পরিস্থিতির কারনে গত পহেলা এপ্রিল থেকে কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে এক দিকে করোনার ধাক্কা অন্য দিকে ঘূর্ণিঝড় ইয়াসে ভাসিয়ে নিয়েছে সমুদ্র পাড়ে থাকা ব্যবসায়ীদের কয়েকশো দোকান। কোন মতে দোকানের চাল খুঁটি টেনে হিছরে এনে ভেরিবাধের পাশে রেখেছেন স্থানীয় ছিন্নমূল ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানাজায় দোকান সংস্কর করার কাজ শুরু করতেই তা আবার ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়েছে গত ১৭ জুন (মঙ্গলবার) দুপুরে কলাপাড়া উপজেলা সহকারী (ভূমি) অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডলের নেতৃত্বে (ভ্রাম্যমাণ আদালত) বেড়িবাঁধের বাইরে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযানে।
এ যেনো মরার উপর খাড়ার টান অসহায় হয়ে পরেছে কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনায় আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা অন্য দিকে দোকান ঘরের মালামাল সহ সমুদ্র গর্ভে বিলিন হয়ে গেছে গত ঘূর্ণিঝড় ইয়াসে।

কুয়াকাটা শুটকি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্বাস কাজী বলেন, আমরা দীর্ঘ দিন যাদব কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যবসা করে আসছি কিছু দিন আগে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব সমুদ্র পারে থাকা দোকানপাট ভাসিয়ে নিয়েগেছে পানিতে এতে আর্থিক ক্ষতির মুখে পরেছে আমাদের স্থানীয় ছিন্নমূল ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জোর দাবি সরকারি ভাবে যেন আমাদেরকে স্থায়ীভাবে মার্কেটের ব্যবস্থা করে দেয়া হয় এতে ব্যবসায়ীরা কিছুটা হলেও আর্থিক ক্ষতি হাত থেকে রেহাই পাবে।

ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল মাহমুদ বলেন, আমাদের দোকান সমুদ্রের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। এখন আর দোকান করার মতো আমাদের নিজস্ব কোন জায়গা নেই তাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সরকারের রাজস্ব দিয়ে আমরা ব্যবসা করতে চাই তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি আমাদের জন্য স্থায়ী মার্কেটের ব্যবস্থা করেদিন।

সমুদ্র পারের পর্যটন ব্যবসায়ী কে এম বাচ্চু বলেন, এক দিকে করোনায় পর্যটন কেন্দ্র বন্ধ অন্য দিকে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে সমুদ্র পাড়ের শতো শতো দোকান ভাসিয়ে নিয়েগেছে সমুদ্র গর্ভে এখন আর আমাদের শেষ সম্বল টুকু রক্ষা করতে ভেরিবাধ সংলগ্ন খোলা মাঠে দোকান গুলো রাখা ছিলো তাও ভেঙ্গে দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকূল আবেদন আমাদের স্থায়ী মার্কেটের ব্যবস্থা করেদিন নয়তো আমরা কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ীরা সব কিছু হাড়িয়ে নিঃস হয়ে যাবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »