বুধবার ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ৯:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন

২০০৮ সালে একটি গানের রিয়েলিটি শোয়ের মাধ্যমে রাজকীয় অভিষেক হয় শিশুশিল্পী সাবরিনা পড়শীর। ঠিক তার আগের অধ্যায়টা ছিলো নাচের। গানের চাপে নাচটা হারালো শৈশবেই। মজার তথ্য হলো, গায়িকা হয়ে জনপ্রিয়তার চূড়া ছোঁয়ার এক যুগ পর সম্প্রতি তার পরিচিতি মিললো নায়িকারূপে!

আড়াই দশকের ছোট্ট জীবনে- সাবরিনা পড়শীর কেন এমন অস্থিরতা! প্রশ্নটি অনেকের। তার জবাবে উত্তরটাও দিচ্ছেন বাকি অনেকে। বলছেন, গায়িকা হিসেবে তিনি যেমন, নায়িকা হিসেবেও তেমন! মানে পড়শীর প্রতিবেশীরা (ভক্ত) ভালোই মেনে নিয়েছেন তার এই ট্রান্সফরমেশন।

এসব বিষয়ে সরাসরি পড়শীর ব্যাখ্যা জানতে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় যুক্ত করা হলো বাংলা ট্রিবিউন-এর সাপ্তাহিক সেলিব্রিটি লাইভ শো ‘মামানামা- আউট অব দ্য বক্স’-এ। এতে পড়শীকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় কেন তিনি গান থেকে অভিনয়ে জড়ালেন নিজেকে! সঞ্চালক মাহমুদ মানজুরের এই প্রশ্নের জবাবে অতিথি জানালেন দারুণ এক তথ্য।

‘নাচ আর অভিনয়ের প্রতি আমার আগ্রহ ছোটবেলা থেকেই ছিলো। বরং গানের প্রতি ছিলো বেশ অনাগ্রহ। একেবারে শিশুবেলা থেকে নাচ শিখতাম খুব আনন্দ নিয়ে। সেই নাচ থেকে একরকম জোর করে গান শেখানো শুরু করে আমায়। এরপর গাইতে গাইতে এতদূর। কিন্তু ঐ যে নাচ-অভিনয়ের প্রতি ভালোলাগাটা- রয়েই গেলো। কিন্তু মাঝের সময়টাতে সাহস হয়নি। তাছাড়া ভাবতাম, গানের এই পরিচিতি থেকে যদি অভিনয় করি মানুষ কিভাবে নেবে। এসব ভেবে কনফিডেন্স ছিল না।’

যে আত্মবিশ্বাসটা ফেরানোর সুযোগ পান গত বছর (২০২২)। পড়শীকে মূল চরিত্র বানিয়ে একটি নাটক বানান সাজিন আহমেদ বাবু। নাম ‘মারিয়া ওয়ান পিস’। প্রচার হয় ঈদ উৎসবে আরটিভিতে। নাটকটি প্রচারের পর মূলত পড়শী সিদ্ধান্ত নেন, তাকে দিয়ে অভিনয়টাও সম্ভব। এরপর কাছাকাছি সময়ে তিনি আরও তিনটি নাটকে অভিনয় করেন। ঘরে তুলে নেন প্রচুর প্রশংসা।

পড়শী প্রসঙ্গক্রমে বলেন, ‘এই যে আমি অভিনয়ের সাহসটা পেলাম। এরপর বেশ ক’টি দারুণ কাজ করলাম। এর পেছনে আমার চেয়ে কৃতিত্ব আসলে নির্মাতা ও সহশিল্পীদের। সবাই আমাকে শুটিংয়ের আগে প্রায় একই কথা বলেছেন- তোমাকে অভিনয় করতে হবে না, বের করে নেবো। ফলে টেরই পাইনি।’

কথাও নয়। কারণ, গানের চেয়ে অভিনয়টাই পড়শীর ভাবনায় ছিলো দীর্ঘ ঘুমে গানের ভাঁজে। তবে কি এটা বলা যায় মিউজিক ভিডিও থেকে অভিনয়ের প্র্যাকটিসটা সেরে নিয়েছেন পড়শী! যদিও বেশিরভাগ মনে করেন, গায়িকার এই নায়িকা রূপান্তর ঘটেছে ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করে!

সঞ্চালক মাহমুদ মানজুরের তুলে আনা এমন প্রসঙ্গকে এক লহমায় ছুঁড়ে দিলেন পড়শী। বললেন, ‘‘মেন্টাল’ নট রিয়েলি। ঐ কাজটি যখন আমি শুট করি, তখন মনে হলো একটা মিউজিক ভিডিও শুট করছি। আমি জাস্ট গেলাম, ঠোঁট মেলালাম কিছু এক্সপ্রেশন হালকা নাচ- এরপর চলে এলাম। পুরাই মিউজিক ভিডিও। কারণ এমন অভিজ্ঞতা আমার আগেও বহুবার হয়েছে মিউজিক ভিডিও করতে গিয়ে। ফলে ‘মেন্টাল’কে অভিনয়ের শুরু বলা ঠিক হবে না। বরং এটা বলা যেতে পারে মিউজিক ভিডিওর অভিজ্ঞতাই কাজে লাগলো ‘মেন্টাল’-এ।’’

পড়শী মনে করেন অভিনয়ে তার শুরু এবং সেটা নিয়মিত করার সাহসটা পেয়েছেন ‘মারিয়া ওয়ান পিস’ থেকে। এবং সেই সাহস অব্যাহত রাখবেন অভিনেত্রী। জানান এই ঈদের জন্যেও দুটি নাটক করেছেন। ঈদের পর আসছে ওটিটি চমক।

পড়শীর প্রতি প্রশ্ন ছিলো, অভিনয়ের জন্য চিত্রনাট্য বাছাই করেন কীভাবে। অথবা তার পছন্দের চরিত্রগুলো কেমন? বললেন, ‘যেহেতু অভিনয়টা করতে চাই এখন, তাই ডিফরেন্ট চরিত্র পাওয়ার চেষ্টা করি। যেখানে অভিনয়ের সুযোগটা পাবো। এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, আমি নেগেটিভ কোনও রোল প্লে এখনও করার জন্য প্রস্তুত নই। চিত্রনাট্য বাছাই করার সময় এই বিষয়টি সচেতনভাবে লক্ষ্য রাখি।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »