পেশাদার শিল্পী না হলেও করোনকালে সম্পূর্ণ অন্যভাবে নিজেকে উপস্থাপন করলেন সঙ্গীতপ্রিয় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ মিলু। গেয়েছেন বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার সানুর একটি জনপ্রিয় গান। ‘রাতের গায়ে জোনাক’ গানটি গেয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন এই সরকারি কর্মকর্তা।
মোশারেফ মিলুর গান গাওয়া এই প্রথম নয়। এর আগেও নানা সময়ে ঘরোয়া পরিবেশের পাশাপাশি কর্মস্থলে নানা অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন।
করোনা শুরুর পর থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল সদরে প্রতিনিয়ত অসহায়, খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, সামাজিক দূরত্ব নিশ্চিতে নিরলস কাজ করেছেন এই ইউএনও। যদিও এরই মধ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন মিলু।
পেশাগত দায়িত্ব পালনের ফাঁকেই এই গানটি বরিশালের হার্ট টিউন স্টুডিওতে ধারণ করা রেকর্ডিং করা হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
তিনি বলেন, গান বরাবরই আমার প্রিয়। প্রখ্যাত শিল্পী কিশোর কুমারের একটি গান কাভার করার চেষ্টা করলাম। এই করোনার দিনে বাসায় বসে শোনার জন্য সবার প্রতি আহ্বান থাকলো।
তিনি আরো বলেন, ‘আমি গান শুনতে, গাইতে পছন্দ করি। করোনাকালে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে মনে হলো এ সময় মানুষ বাসায় অবস্থান করছে। তাদের সময় কাটানোর জন্য এখন বিনোদনধর্মী কোনোকিছু বিশেষ প্রয়োজন। এরকম একটা তাগিদ থেকেই মূলত গানটি করেছি। সবাই বাসায় থেকে গান শুনে সময় কাটাক। সবাই সুস্থ থাকুক।’ গানটি শোনার জন্য নিচের লিংকে ক্লিক করুন।





			
			
বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
এনসিপি ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে : সারজিস
মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁও-১ আসন থেকে
বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান
খালেদা জিয়া নির্বাচন করবেন তিনটি আসন থেকে
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন