বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের মাফিয়া ডন পাপ্পীর যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা বাতিলের আবেদন
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের মাফিয়া ডন পাপ্পীর যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা বাতিলের আবেদন

বিডি ২৪ নিউজ অনলাইন:     চট্টগ্রামের বালু মহালের একসময়কার মাফিয়া ডন মনছুর আলম পাপ্পী প্র. বালু পাপ্পীর যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা বাতিলের আবেদন করা হয়েছে। এবিষয়ে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বরাবরে লিখিত আবেদন করেছেন নাঈমুর রহমান রাব্বি নামের এক জুলাইযোদ্ধা। মন্ত্রণালয়ের বিশ্বস্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, পলাতক মনসুর আলম পাপপী একজন আওয়ামী লীগের দোসর, সে বহু খুনের মামলার আসামী। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাঁটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সনদ জাল ও তথ্য জালিয়াতির মাধ্যমে স্ব-পরিবারে কানাডার ভিসা পায়।
২০২৪ সালের জুলাই ছাত্র আন্দোলনের গণ অভ্যুথানের সময় আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি চালায় পাপ্পী, তার গুলিতে আহত হয় রাববী। পরবর্তীতে বিভিন্ন সময়ে আপোষ মীমাংসা করার জন্য কানাডা থেকে অনেক হুমকি ধমকি প্রদান করেন।
মনছুর আলম পাপ্পী বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জাল সনদ, বিদেশে ভিসা জালিয়াতি, হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও রাজনৈতিক সহিংসতায় জড়িতসহ ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ আছে। রাজনৈতিক পরিচয়ে সে যেকোন রকমের অপরাধ করতে দ্বিধা করেনি। তাছাড়া পাপ্পী ও তার বাহিনী জুলাই-আগস্ট গণঅভুত্থানে মুরাদপুর ট্রাজেডিসহ অনেক ছাত্র জনতা খুনের সাথে জড়িত বলে দাবি করা হয়েছে। এমন একজন খারাপ লোক ভুয়া তথ্য ব্যবহার করে কানাডা (ভিসা নং: ই৭৩৮৫৯২২১৫) ও যুক্তরাষ্ট্রের (ভিসা নং:আর০৩৯৫৪৭৪) ভিসা সংগ্রহ করেছেন।

এধরনের লোকদের রাজনৈতিক আশ্রয়ের নামে প্রশ্রয় দিলে সেদেশের নিয়ম নীতি নিয়ে সাধারণ লোকের কাছে বিরুপ ধারণা তৈরি হবে বলে মনে করছেন অনেকেই। ফলে মনসুর আলম পাপ্পীসহ সন্ত্রাসীদের ভিসা বাতিল করা হলে সকলের জন্য মঙ্গল হবে বলে মনে করছেন সচেতন মহল। খুনি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত একজন ব্যক্তি কীভাবে ভুয়া কাগজপত্রে বিদেশে থাকে? এটি জাতির জন্য লজ্জাজনক। তার ভিসা অবশ্যই বাতিল করতে হবে এবং তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মনসুর আলম কেবল রাজনীতিবিদ নন, তিনি ভয়ের প্রতীক। তার গুলিতে স্থানীয় রাস্তাগুলো রক্তে ভেসেছে। রাজনৈতিক ছত্রছায়ায় সে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন। টাকা ও ক্ষমতার জোরে রাজনৈতিক পরিচয় ও কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠতার কারণে তার বিরুদ্ধে নেওয়া মামলা বারবার থেমে গেছে। পুলিশ ও প্রশাসন পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলতে পারতো না।
লিখিত আবেদনে রব্বি বলেন, শুধু ভিসা বাতিল নয়, ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে সকল অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, জাল সনদ ও ভুয়া তথ্য দিয়ে ভিসা নেওয়া আন্তর্জাতিক অপরাধ। কানাডা ও যুক্তরাষ্ট্র চাইলে তদন্ত করতে পারে, আর বাংলাদেশ চাইলে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড এলার্ট’ জারি করে তাকে দেশে ফেরাতে পারে।
অপর একটি সূত্র জানায়, পাপ্পির মূল ব্যাবসা কর্ণফুলী নদীর বালু। সে মূলত বালু সম্রাট। এজন্য তাকে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বালু হুজুর নাম প্রদান করেন। সেই থেকে সে বালু পাপ্পী নামে পরিচিত। সে বর্তমানে পরিবার সহ কানাডা পলাতক। করেছেন রাজনৈতিক আশ্রয়ের আবেদন। জাল-জালিয়াতির আশ্রয় নেওয়ায় আবেদন বাতিল হয়েছে। কালুরঘাট ফেরী ও অন্যান্য অবৈধ ব্যাবসা থেকে প্রতিমাসে তার জন্য অবৈধ হুন্ডির মাধ্যমে কমপক্ষে ১ কোটি টাকা পাঠায় তার বাহিনীর লোকজন।
পাপ্পির এক ব্যবসায়ীক পার্টনার জানান, এই ফেরিঘাট আসলে ব্যবসায়ীক লাভের জন্য নয়, তাদের চোরা চালানের আস্তানা হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে।
জানা যায়, মনছুর আলম পাপ্পী ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের সচিব আমানুল্লাহ নুরীকে ‘ভাইজান’ সম্মোধন করে সেই ছবি ট্যাগও করেছেন। নিজেকে বোয়ালখালী আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি পরিচয় দিয়ে থাকেন। মাদক পাচার, চুরি, পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীকে হুমকি দেয়া, দেড় বছরের শিশুকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দেয়াসহ নানা অপরাধ ও বিতর্কিত কাজের জন্য তিনি বিভিন্ন সময়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।
পাপ্পীর ফেরী ইজারার এক পার্টনার জানান, কোন টাকা বিনিয়োগ না করেই ক্ষমতার দাপটে ৫৪ শতাংশ শেয়ার ভোগ করত পাপ্পী, অন্যদের নামমাত্র লভ্যাংশ দিত। মনগড়া হিসাব করে টাকা আত্মসাৎ করত। প্রতারণার মাধ্যমে ফেরি ইজারার পার্টনারদের কাছ থেকে ৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারী থেকে কাউকে কোন লভাংশ না দিয়ে প্রতিমাসে এক কোটি টাকা আত্মসাৎ করছে বলে সূত্র জানায়।
এসব বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বলেন, মনছুর আলম পাপ্পীর বিরুদ্ধে একাধিক মামলা আছে, অভিযোগও আছে, তদন্ত চলছে। শুনেছি সে বিদেশে পালিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনানুগ পদক্ষেপ নিচ্ছি।

সম্প্রতি তার নামে থাকা কালুরঘাট ফেরির ইজারা বাতিল করার জন্য সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে বলঅ হয়েছে, আমরিন এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মনছুর আলম পাপ্পী একজন দুর্ধর্ষ সন্ত্রাসী বহু মামলার পলাতক আসামী সে। প্রতিনিয়ত বিভিন্ন যানবাহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে ইজারার মাশুল নিয়ে নানা অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারি ও সন্ত্রাসীমূলক কার্যকলাপের কারণে বিতর্ক ঝগড়া বিবাদ, দাঙ্গাহাঙ্গামা লেগে আসছে। প্রতিটি যানবাহন থেকে সওজের নির্ধারিত টোলের কয়েকগুন বেশি টোল আদায়ের ঘটনা ঘটছে। জুলাই জুড়ে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে প্রকাশ্যে দিবালোকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে খুন, গুম সহ নানা অপরাধমূলক কর্মকান্ডে সরাসরি সম্পৃক্ত ছিল, পাপ্পী দেশের বাহিরে পালিয়ে গেলেও তার বাহিনীর সদস্যরা প্রশাসনের নাকের ডগায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, ইজারা বাতিলের দাবিতে গত ৩০ আগষ্ট বিএনপি জামাত ও এনসিপি সহ বোয়ালখালী সর্বস্থরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফেরি ইজারা বাতিল করে তাকে আইনের আওতায় না আনা হলে বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের ৫ লক্ষাধিক জনগণ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে। অভিযোগে স্বাক্ষর করেছেন, মীর মোহাম্মদ ইলিয়াছ, জাহেদ শাহরিয়ার, শাহাদত হোসেন, মোহাম্মদ আজগর ও সাজ্জাদ হোসেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত
Translate »