রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



ডিওয়াইডিএফ ও একশনএইড এর আয়োজনে রিপ্রেজেনটেশন অফ ইয়াং পিপল ইন ডিসিশন মেকিং স্ট্রাকচার আলোচনা সভা অনুষ্ঠিত 
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডিওয়াইডিএফ ও একশনএইড এর আয়োজনে রিপ্রেজেনটেশন অফ ইয়াং পিপল ইন ডিসিশন মেকিং স্ট্রাকচার আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ

“ডায়লগ উইথ পলিসিমেকারস- রিপ্রেজেনটেশন অফ ইয়াং পিপল ইন ডিসিশন মেকিং স্ট্রাকচার’ শীর্ষক এক আলোচনা সভায় এমন অভিমত প্রকাশ করেন তরুণরা। সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে এবং উন্নয়নে যুব শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার একশনএইড বাংলাদেশ এবং ধ্রবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ধ্রবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক জনাব অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক।
আলোচনা সভায় অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়ে মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম বলেন- যুবদের নিয়ে কোন ডাটাবেজ নাই। তিনি তার বক্তব্যে তরুন্দের কথাগুলোকে সুপারিশ হিসেবে সরকারের কাছে তুলে ধরার আহবান জানান। এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তরুণদের কথা তুলে ধরার প্রতিশ্র“তি দেন। তিনি আরও বলেন তরুণ সমাজ এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে, তাই তরুণদেও অংশগ্রহণ করা জরুরী বলে মতামত দেন।
জনাব মোঃ আব্দুল করিম এনডিসি, অতিরিক্ত সচিব, যুব ও ক্রিয়া মন্ত্রানালয় বলেন- সরকার কর্তৃক ঘোষিত তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। যুব ও ক্রিয়া মন্ত্রানালয় থেকে তরুণদের ট্রেইনিং এর পাশাপাশি ঋণ দেয়া হচ্ছে, কিন্তু পর্যাপ্ত তরুণদের কাছে পৌঁছাতে পারছেনা। ট্রেইনিং গুলোতে এখনও সবার অংশগ্রহণ নিশ্চিত হয়নি। তরুণদের ভিশনারি হতে হবে, চাকরীর পিছে ছোঁটা বন্ধ করতে হবে। তরুণদের ডাটাবেজ থাকতে হবে মনিটরিং এ আনতে হবে। যুবদের জন্য যুব ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে বলে মতামত রাখেন তিনি। এসময় তিনি যুব সংসদ প্রতিষ্ঠার আহবান জানান।
আবু মঞ্জুর সাইফ, এসএমই ফাউন্ডেশন বলেন- তরুণদেও ভাল প্রোজেক্ট থাজলে অর্থায়নও সহজ হবে। তরুণদের উদ্যোক্তা হতে হবে। চাকরি করার ভাবনা থেকে বেরিয়ে মেধা ও শিক্ষাকে উন্নয়নে কাজে লাগাতে হবে।
ডঃ এম এম আকাশ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন- দাবি আদায়ে তরুণদেও আরও সচেষ্ট হতে হবে। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পিছিয়ে পরাদেও জন্য আলাদাভাবে পরিকল্পনা করতে হবে। তরুণদেও দায়িত্বশীল হতে হবে, বিপথ, মাদক ও সন্ত্রাস থেকে নিজেদের বিরত রাখতে হবে।
আব্দুল লতিফ মোল্লা, পরিচালক (ট্রেইনিং), যুব উন্নয়ন অধিদপ্তর বলেন- তরুণদেও জন্য ট্রেইনিং প্রোগ্রাম বাড়ানো হচ্ছে। তরুণরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে খুব অল্প খরচে এবং বিনা খরচে ট্রেনিং নিতে পারেন। আগামী দিনগুলোতে তরুণদেও জন্য আরও প্রোজেক্ট প্রয়োজন রয়ছে এবং মনিটরিং বাড়াতে হবে।
শাহিন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন বলেন- ইয়ুথ পলিসির বাস্তবায়ন করতে হবে। তরুণদের কাজ গুলোকে স্বীকৃতি দিতে হবে। ভাল কাজকে সহযোগিতা করতে হবে, শুধু ট্রেইনিং দিলেই হবেনা ট্রেইনিং শেষে কাজ পেতে
একশনএইড বাংলাদেশের যুব প্রকল্প বিষয়ক ম্যানেজার নাজমুল আহসান বলেন- দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু যুবদের পলিসি ও ডিসিশন মেকিং এর ক্ষেত্র গুলতে অংশগ্রহণ হচ্ছেনা। প্রানতিক পর্যায়ের যুবদের অংশগ্রহণ বাড়াতে হবে তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। প্রানতিক যুবদের কথা শুনতে হবে তাদের কথার মূল্যায়ন করতে হবে।
আলোচনায় অংশ নিয়ে তরুণ প্রতিনিধিরা তাদের বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন এবং সেগুলো হলো-
১। যুব উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখা।
২। বেকার যুবদের জন্য বেকার ভাতা প্রদান।
৩। সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে (সম্ভব না হলে ভর্তুকি মূলে) কম্পিউটার, স্মার্ট ফোন ও ইন্টারনেট সেবা প্রদান করা।
৪। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ এবং অন্যান্য প্রানতিক তরুণদের কর্মসংস্থানর ব্যবস্থা করা।
৫। যুবদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সহযোগিতার জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা।
৬। ঋণ প্রক্রিয়াকে সহজ করা, ঋণের শর্ত শিথিল করা ও যুব উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ প্রদান।
৭। কৃষি খাঁতে যুব উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা করা।
৮। শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা নিয়োগের জন্য অর্থ বরাদ্দ।
৯। জাতীয় যুব কাউন্সিল প্রতিষ্ঠা করা।
১০। যুব ব্যাংক প্রতিষ্ঠা করা।
১১। যুব বিষয়ক গবেষণা ও উন্নয়নে “ইয়ুথ ডেভেলপমেন্ট স্টাডিজ সেন্টার” প্রতিষ্ঠা করা।
১২। যুব ও ক্রিয়া মন্ত্রণালয় পৃথক করা।
১৩। যুব নীতি ২০১৭ বাস্তবায়ন করা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »