মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ডিওয়াইডিএফ ও একশনএইড এর আয়োজনে রিপ্রেজেনটেশন অফ ইয়াং পিপল ইন ডিসিশন মেকিং স্ট্রাকচার আলোচনা সভা অনুষ্ঠিত 
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডিওয়াইডিএফ ও একশনএইড এর আয়োজনে রিপ্রেজেনটেশন অফ ইয়াং পিপল ইন ডিসিশন মেকিং স্ট্রাকচার আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ

“ডায়লগ উইথ পলিসিমেকারস- রিপ্রেজেনটেশন অফ ইয়াং পিপল ইন ডিসিশন মেকিং স্ট্রাকচার’ শীর্ষক এক আলোচনা সভায় এমন অভিমত প্রকাশ করেন তরুণরা। সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে এবং উন্নয়নে যুব শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার একশনএইড বাংলাদেশ এবং ধ্রবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ধ্রবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক জনাব অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক।
আলোচনা সভায় অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়ে মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম বলেন- যুবদের নিয়ে কোন ডাটাবেজ নাই। তিনি তার বক্তব্যে তরুন্দের কথাগুলোকে সুপারিশ হিসেবে সরকারের কাছে তুলে ধরার আহবান জানান। এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তরুণদের কথা তুলে ধরার প্রতিশ্র“তি দেন। তিনি আরও বলেন তরুণ সমাজ এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে, তাই তরুণদেও অংশগ্রহণ করা জরুরী বলে মতামত দেন।
জনাব মোঃ আব্দুল করিম এনডিসি, অতিরিক্ত সচিব, যুব ও ক্রিয়া মন্ত্রানালয় বলেন- সরকার কর্তৃক ঘোষিত তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। যুব ও ক্রিয়া মন্ত্রানালয় থেকে তরুণদের ট্রেইনিং এর পাশাপাশি ঋণ দেয়া হচ্ছে, কিন্তু পর্যাপ্ত তরুণদের কাছে পৌঁছাতে পারছেনা। ট্রেইনিং গুলোতে এখনও সবার অংশগ্রহণ নিশ্চিত হয়নি। তরুণদের ভিশনারি হতে হবে, চাকরীর পিছে ছোঁটা বন্ধ করতে হবে। তরুণদের ডাটাবেজ থাকতে হবে মনিটরিং এ আনতে হবে। যুবদের জন্য যুব ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে বলে মতামত রাখেন তিনি। এসময় তিনি যুব সংসদ প্রতিষ্ঠার আহবান জানান।
আবু মঞ্জুর সাইফ, এসএমই ফাউন্ডেশন বলেন- তরুণদেও ভাল প্রোজেক্ট থাজলে অর্থায়নও সহজ হবে। তরুণদের উদ্যোক্তা হতে হবে। চাকরি করার ভাবনা থেকে বেরিয়ে মেধা ও শিক্ষাকে উন্নয়নে কাজে লাগাতে হবে।
ডঃ এম এম আকাশ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন- দাবি আদায়ে তরুণদেও আরও সচেষ্ট হতে হবে। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পিছিয়ে পরাদেও জন্য আলাদাভাবে পরিকল্পনা করতে হবে। তরুণদেও দায়িত্বশীল হতে হবে, বিপথ, মাদক ও সন্ত্রাস থেকে নিজেদের বিরত রাখতে হবে।
আব্দুল লতিফ মোল্লা, পরিচালক (ট্রেইনিং), যুব উন্নয়ন অধিদপ্তর বলেন- তরুণদেও জন্য ট্রেইনিং প্রোগ্রাম বাড়ানো হচ্ছে। তরুণরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে খুব অল্প খরচে এবং বিনা খরচে ট্রেনিং নিতে পারেন। আগামী দিনগুলোতে তরুণদেও জন্য আরও প্রোজেক্ট প্রয়োজন রয়ছে এবং মনিটরিং বাড়াতে হবে।
শাহিন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন বলেন- ইয়ুথ পলিসির বাস্তবায়ন করতে হবে। তরুণদের কাজ গুলোকে স্বীকৃতি দিতে হবে। ভাল কাজকে সহযোগিতা করতে হবে, শুধু ট্রেইনিং দিলেই হবেনা ট্রেইনিং শেষে কাজ পেতে
একশনএইড বাংলাদেশের যুব প্রকল্প বিষয়ক ম্যানেজার নাজমুল আহসান বলেন- দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু যুবদের পলিসি ও ডিসিশন মেকিং এর ক্ষেত্র গুলতে অংশগ্রহণ হচ্ছেনা। প্রানতিক পর্যায়ের যুবদের অংশগ্রহণ বাড়াতে হবে তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। প্রানতিক যুবদের কথা শুনতে হবে তাদের কথার মূল্যায়ন করতে হবে।
আলোচনায় অংশ নিয়ে তরুণ প্রতিনিধিরা তাদের বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন এবং সেগুলো হলো-
১। যুব উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখা।
২। বেকার যুবদের জন্য বেকার ভাতা প্রদান।
৩। সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে (সম্ভব না হলে ভর্তুকি মূলে) কম্পিউটার, স্মার্ট ফোন ও ইন্টারনেট সেবা প্রদান করা।
৪। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ এবং অন্যান্য প্রানতিক তরুণদের কর্মসংস্থানর ব্যবস্থা করা।
৫। যুবদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সহযোগিতার জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা।
৬। ঋণ প্রক্রিয়াকে সহজ করা, ঋণের শর্ত শিথিল করা ও যুব উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ প্রদান।
৭। কৃষি খাঁতে যুব উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা করা।
৮। শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা নিয়োগের জন্য অর্থ বরাদ্দ।
৯। জাতীয় যুব কাউন্সিল প্রতিষ্ঠা করা।
১০। যুব ব্যাংক প্রতিষ্ঠা করা।
১১। যুব বিষয়ক গবেষণা ও উন্নয়নে “ইয়ুথ ডেভেলপমেন্ট স্টাডিজ সেন্টার” প্রতিষ্ঠা করা।
১২। যুব ও ক্রিয়া মন্ত্রণালয় পৃথক করা।
১৩। যুব নীতি ২০১৭ বাস্তবায়ন করা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »