রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



তুরস্কে হাসপাতালে ঠাঁই নেই, আহতদের আকুতি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তুরস্কে হাসপাতালে ঠাঁই নেই, আহতদের আকুতি

ভূমিকম্পে মারাত্মক আহত হাজার হাজার মানুষ হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন। আইসিইউতে থাকাদের অবস্থাও খারাপ।

অনেকের ক্ষতিগ্রস্ত হাত-পা কেটে ফেলতে হচ্ছে। অনেকে আবার মৃত্যুর মুখেও ঢলে পড়ছে। সরকারি-বেসরকারি হাসপাতালে অনেকেরই ঠাঁই হচ্ছে না। হাসপাতালের বাইরে খোলা চত্বরে তাদের কোনোমতে চিকিৎসা চলছে।

এদিকে নিখোঁজ স্বজনদের জন্য বিভিন্ন ধ্বংসস্তূপ ঘিরে মানুষজনকে আহাজারি করতে দেখা গেছে। এর মধ্যেই অনেক স্থানে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি মহল থেকে জানিয়ে দেওয়া হয়েছে-এখন শুধু ধ্বংসস্তূপ ও ঝুঁকিপূর্ণ সব ভবন অপসারণ করা হবে।

তবে মাইলের পর মাইল ধ্বংসস্তূপ সরানো নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। কতদিন সময় লাগবে তা অনুমান করতে পারছে কেউ। উদ্ধারকর্মীরা জানান, পরিস্থিতি এমন ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা কম। আবার লাশ উদ্ধারের সম্ভবও দেখা যাচ্ছে না। কারণ লাশ পচেগলে নষ্ট হয়ে গেছে। তাদের চিহ্নিত ও উদ্ধার করা সম্ভব নয়।

ইতোমধ্যে বহু শহরে সরকারি উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ইসরা ইয়েতেক নামের এক নারী মারা যান। দ্বিতীয়বারের ভূমিকম্পে হাতায়ের দুটি উপশহরে তিনিসহ তিন শতাধিক বাসিন্দা মারাত্মক আহত হয়।

এ ছাড়া গাজি আনতেপসহ বাকি প্রদেশগুলোতেও কমবেশি আহত হয়। ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের ছোবল থেকে বেঁচে যাওয়া আহতদের সংখ্যা কয়েক হাজার। সরকারি-বেসরকারি হাসপাতালে জায়গা না পেয়ে অনেকের খোলা আকাশের নিচেই চিকিৎসা চলছে। অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে। মৃতদের ঠাঁই হচ্ছে গণকবরে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার ফাটলধরা স্থাপনায় প্রবেশ না করতে কঠোর নির্দেশনা দিয়েছে তুরস্ক সরকার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশের মধ্যে আটটি প্রদেশকে রেড জোন ঘোষণা করায় বড় ধরনের ভূমিকম্পের আশংকাকে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। আশ্রয় শিবিরে থাকা মানুষজন প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছে। তাঁবুর ওপর ও চারপাশে ক্ষণে ক্ষণে বরফ জমে যাচ্ছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা ‘আফাদ’-এর পক্ষ থেকে আশ্রয়শিবিরে ড্রামগুলোকে চুলা আকারে কেটে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে এ সংখ্যা খুবই কম। এমন অবস্থায় আশ্রয় শিবিরগুলোতে কতদিন থাকতে হবে সেটাও অনিশ্চিত। আশ্রয় শিবিরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।

হাতায় শহরের বাসিন্দা এমির ইয়েতেক  জানান, প্রথমবারের ভূমিকম্পে ফাটলধরা ভবনের পাশে ছোট্ট একটি বাসায় তার মা অবস্থান করছিলেন। দ্বিতীয়বারের ভূমিকম্পে সেটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর অবস্থায় মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান। এমির জানান, অসংখ্য আহত মানুষ হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন। যাদের অনেকের হাত-পা কেটে ফেলতে হচ্ছে। চিকিৎসাধীন অনেকের মৃত্যু হচ্ছে।

নিখোঁজ স্বজনদের খোঁজে বিভিন্ন ধ্বংসস্তূপ ঘিরে আহাজারি চললেও অনেক স্থানে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ এলাকা পুনঃনির্মাণের দিকে নজর দিচ্ছে সরকার। সেখানে বহুতল ভবন না করে উচ্চ প্রযুক্তিসম্পন্ন স্থাপনা তৈরি করা হবে। গ্রামের আদলে শক্তিশালী স্থাপনা নির্মাণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »