রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



প্রতারণার টাকায় কোটি টাকা দামের ডুপ্লেক্স বাড়ি :অর্ধশতাধিক মামলা:বাড়ি জব্দ
প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রতারণার টাকায় কোটি টাকা দামের ডুপ্লেক্স বাড়ি :অর্ধশতাধিক মামলা:বাড়ি জব্দ

বিপ্লব লস্কর

                                                            বিপ্লব লস্কর

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত সেপ্টেম্বরে ঢাকা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে। মানুষের সঙ্গে প্রতারণা, জালিয়াতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি তদন্ত শুরু করে সিআইডি অর্গানাইজড ক্রাইম বিভাগ। তদন্ত শেষে অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ আইনে বিপ্লবের বিরুদ্ধে মামলা করা হয়। গত সোমবার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বিপ্লবের জমিসহ বাড়ি জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক মো. মনিরুজ্জামান  বলেন, প্রতারণার টাকায় বিপ্লব বাড়ি করেছেন। যেকোনো সময় তাঁর পরিবারের সদস্যরা বাড়িটি বিক্রি করে দিতে পারেন। তাই বাড়িটি আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, বিপ্লবের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে অর্ধশতাধিক মামলা রয়েছে। দুটি মামলায় তিনি এখন কারাগারে।

বিপ্লবের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেরাখোলায়। সিআইডি ও স্থানীয় সূত্র জানায়, বিপ্লবের বাবা কুলিগিরি করে সংসার চালাতেন। এখন তিনি স্থানীয় একটি বাজারে আখের রস বিক্রি করেন। তাঁর ছয় সন্তান। পরিবারে অভাবের কারণে বিপ্লবের স্কুলে যাওয়া হয়নি।

বিপ্লবের গ্রামের বাসিন্দা মাসুদ শেখ  বলেন, ‘বিপ্লব অনেক বছর আগে বাড়ি ছেড়ে ঢাকায় যান। পুলিশের হাতে গ্রেপ্তারের পর জানতে পারলাম তিনি মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তবে তাঁর বাবা ও ভাইয়েরা খুব সাধারণ জীবনযাপন করেন।’

বিপ্লব জমি কিনে বাড়ি করেছেন ঢাকার পূর্বাচলের কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা টেকনোয়াদ্ধায়। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এক বছর আগে জমি কিনেছিলেন এক চিকিৎসকের কাছ থেকে। দাম পড়েছে ১ কোটি ১৪ লাখ টাকা। সেখানে বাড়িটি করতে তাঁর প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়েছে। এই বাড়িতেই বিপ্লব স্ত্রীসহ থাকতেন। চার মাস আগে সেখান থেকে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিপ্লব গ্রেপ্তার হওয়ার পর দুই সন্তান নিয়ে বাড়িটি ছেড়ে যান তাঁর স্ত্রী।

রূপগঞ্জে বিপ্লবের বাড়িতে গিয়ে শুক্রবার দেখা যায়, ফটক বন্ধ। কিছুক্ষণ ডাকাডাকির পর এক ব্যক্তি এসে ফটক খুলে দেন। ভেতরে গিয়ে দেখা যায়, বাড়িটির মূল দরজায় তালা ঝুলছে। বন্ধ দরজায় ঝুলছে আদালতের জারি করা জব্দ করার নির্দেশনা। বাড়ির উত্তর পাশে একটি আধপাকা টিনের ঘর। সেখানে থাকেন ফরিদ মিয়া নামের এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, বিপ্লবের জমির বাইরে একজন চিকিৎসকের জমি সেখানে রয়েছে। সেই জমি তিনি দেখাশোনা করেন।
ফরিদ আরও বলেন, বিপ্লব নিজেকে কাপড়ের ব্যবসায়ী পরিচয় দিতেন।

সিআইডি সূত্র জানায়, বিপ্লব যে চক্রের সদস্য ছিলেন, সেই চক্রটি চালাত বাংলাদেশে বসবাসকারী নাইজেরীয় কয়েক জন প্রতারক। তাঁরা বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষক ও চাকরিজীবীদের লক্ষ্যবস্তু বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনভিত্তিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতেন। একসময় বন্ধুত্বের কথা বলে ডলার বা দামি উপহার পাঠানোর প্রস্তাব দিতেন। উপহার পাঠানোর কথা বলার কিছুদিন পর বিপ্লব নিজেকে শুল্ক কর্মকর্তা পরিচয় দিয়ে উপহারের গ্রহীতাকে ফোন করতেন।

সিআইডি কর্মকর্তারা বলছেন, বিপ্লব ভুক্তভোগীকে ফোন করে বলতেন, উপহার কাস্টমস থেকে ছাড়াতে টাকা লাগবে। কখনো বলতেন উপহারের বাক্সে ডলার রয়েছে। বিষয়টি পুলিশ ও সাংবাদিকেরা জেনে গেছেন। মীমাংসা না করলে পুলিশ গ্রেপ্তার করবে। মীমাংসার জন্য রাজি হলে বড় অঙ্কের টাকা দাবি করতেন। এভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন এ চক্রের সদস্যরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »