রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



প্রতারণার টাকায় ঢাকায় চার বাড়ি আইছি একখান কাঁথা নিয়া, এখন চারখান কম্বল নিয়া ঘুমাই
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৩, ৩:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রতারণার টাকায় ঢাকায় চার বাড়ি আইছি একখান কাঁথা নিয়া, এখন চারখান কম্বল নিয়া ঘুমাই

বকুল আহমেদ

নির্দিষ্ট কোনো পেশা নেই তাঁর। কখনও বাংলাদেশি শিল্পপতি, কখনও ভারতের বড় ব্যবসায়ী পরিচয় দেন। নানাভাবে ফাঁদ পেতে নিরীহ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। রাজধানীর পল্লবী এলাকায় চারটি বাড়ির মালিক তিনি। এ ছাড়াও নামে-বেনামে রয়েছে বহু সম্পদ। এই প্রতারক হলেন কবির ওরফে মিজান উকিল। গ্রামের বাড়ি শরীয়তপুরে।
মিজানের বিরুদ্ধে সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি। কিছুদিন কারাভোগ করে জামিনে বেরিয়ে ফের প্রতারণায় মেতে ওঠেন। দেশের প্রায় প্রতিটি জেলায় তাঁর প্রতিনিধি আছে। তাঁরা নিরীহ মানুষদের ফুসলিয়ে ঢাকায় মিজানের কাছে নিয়ে আসেন। কারও কাছে ক্লিনিক ব্যবসার কথা বলে, কারও ভবনের ছাদে নেটওয়ার্কের টাওয়ার বানানোর কথা বলে কিংবা তিন তাসের খেলার ছলনায় টাকা হাতিয়ে নেন তাঁরা।
পল্লবী থানা এলাকার সবুজ বাংলা আবাসিক এলাকা, আদর্শ নগর এবং ৫৪ নম্বর প্লট এলাকায় আছে মিজানের চারটি বাড়ি। গত ২৩ ডিসেম্বর ওই এলাকায় গিয়ে মিজানের কথা জিজ্ঞাসা করতেই অনেকে বিরূপ মন্তব্য করেন। তাঁরা জানান, মিজানের একটি সংলাপ এলাকায় খুব প্রচলিত। তিনি দাম্ভিকতার সঙ্গে বলেন, ‘শরীয়তপুর থেকে আইছি একখান কাঁথা নিয়া, এখন চারখান কম্বল নিয়া ঘুমাই।’ নাম প্রকাশ না করার শর্তে তিন বাসিন্দা জানান, মিজান এক সময় এলাকায় ভাড়াটে ছিলেন। অবৈধ টাকায় এসব বাড়ি গড়েছেন।

মিরপুরের ১১ নম্বর সেকশনে ‘ই’ ব্লকের ১৪ নম্বর লেনের ১০ নম্বর হোল্ডিংয়ে দোতলা বাড়িতে সপরিবারে বাস করেন মিজান। বাড়ির নিচে কয়েকটি দোকানঘর করে ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির পাশের কয়েকজনের কাছে তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করতেই একজন সিসি ক্যামেরা দেখিয়ে বলেন, মিজানের বাড়ির চারপাশে ক্যামেরা স্থাপন করা। নানা অপরাধে জড়িত থাকার কারণে তাঁর বাসার আশপাশে কে অবস্থান করছে, তা পর্যবেক্ষণ করেন তিনি। সিসি ক্যামেরার সঙ্গে তাঁর মোবাইল ফোনের সংযোগ আছে।
সর্বশেষ উত্তরা পশ্চিম থানায় লুৎফুর রহমান নামে এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় গত ১১ নভেম্বর মিজান ও তাঁর স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লুৎফুর রহমানের বাড়ি বগুড়া জেলায়। ক্লিনিকের ব্যবসা করার কথা বলে মিজান ও তাঁর সহযোগীরা ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তাঁর কাছ থেকে। এ অভিযোগে তিনি গত ১০ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এ ছাড়াও রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আরও দুটি, মিরপুর মডেল থানায় একটি, দারুস সালাম থানায় একটি এবং ভোলা সদর থানায় একটি মামলা রয়েছে মিজানের বিরুদ্ধে। ঢাকার আদালতেও একটি মামলা করেছেন এক ভুক্তভোগী।

ভুক্তভোগীদের একজন আব্দুল হালিম। তাঁর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জের বড়চাঁদপুর গ্রামে। ৩২ বছর বিদেশে কাটিয়ে ২০২০ সালে দেশে আসেন। তিনি বাস করেন ঢাকায়। হালিম সমকালকে জানান, নোয়াখালী জেলায় বাংলাবাজারে একটি দোকানঘর রয়েছে তাঁর। সেটি ভাড়া দেওয়া। ২০২১ সালের ২৭ আগস্ট রুবেল হোসেন নামে ভোলা জেলার এক যুবক ওই দোকানে যান। দোকানি দেলোয়ার হোসেনকে বলেন ছাদের ওপর নেটওয়ার্ক টাওয়ার বসাতে চান তাঁরা। বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে আব্দুল হালিমের ফোন নম্বর নেন রুবেল। পরদিন জাহিদুল নামে একজন হালিমকে ফোন দিয়ে বলেন, উত্তরা ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের ৬৩ নম্বর বাড়িতে তাঁদের অফিস। তাঁরা প্রতিটি জেলায় নেটওয়ার্ক টাওয়ার বসাবেন। তাঁর দোকানে টাওয়ার বসানের প্রস্তাব দিয়ে অফিসে ডাকেন তাঁকে। ৩০ আগস্ট সেখানে যান হালিম। ১০ বছরের চুক্তিতে অগ্রিম হিসেবে ২৪ লাখ টাকা এবং প্রতি মাসে ৪০ হাজার টাকা ভাড়া দেওয়ার প্রলোভন দেখানো হয় তাঁকে। এসব কথা হয় মিজানের সহযোগী রাশেদ খান বাবুসহ কয়েকজনের সঙ্গে। রাজি হয়ে হালিম ফিরে যান বাসায়। ২ সেপ্টেম্বর আবার ডাকা হয় তাঁকে। ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয় মিজানের সহযোগী রাশেদ, ফখরুল, আব্দুর রহমানের সঙ্গে। তাঁরা হালিমকে প্রলোভন দেখান, মিজান উকিল নামে একজন ভারতীয় মেডিসিন ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ। তাঁর অনেক টাকা আছে। তিন তাস খেলে তাঁকে হারিয়ে টাকাপয়সা হাতিয়ে নিতে হবে। কথা বলার সময়ই মিজানকে অফিসে হাজির করা হয়। এক পর্যায়ে আয়োজন করা হয় তিন তাস খেলার। মিজান তাঁদের কাছে সাড়ে ৪ কোটি টাকা হেরে যান। এর পর মিজান একটি ব্যাগ দেখিয়ে বলেন, এতে সাড়ে ৪ কোটি টাকা আছে। যেহেতু জুয়া খেলা, তাই সমপরিমাণ টাকা দেখিয়ে টাকা নিতে হবে। মিজানের সহযোগীরা জানান, তাঁদের কাছে এ মুহূর্তে সাড়ে ৩ কোটি টাকা আছে। বাকি ১ কোটি টাকা জোগাড় করতে হবে। প্রস্তাব দেন হালিমকে ১ কোটি টাকা জোগাড় করে দিলে বিনিময়ে ৮১ লাখ টাকার লাভ দেওয়া হবে। প্রলোভনে পড়ে ৪ দফায় ৭৯ লাখ ৫০ হাজার টাকা দেন তিনি। ১৭ অক্টোবর চক্রের সদস্য রাশেদ ফোন করে মিজানকে জানান, তাঁরা সবাই পুলিশ হেফাজতে। পরে হালিম অফিসে গিয়ে দেখেন, তালা ঝুলছে। এ ঘটনায় হালিম আদালতে মামলা করেন।

ডিবির ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান  বলেন, প্রতারক চক্রটির মূল হোতা মিজান। গুলশান-উত্তরা এলাকায় দামি ফ্ল্যাট ভাড়া নিয়ে অফিস বানিয়ে প্রতারণা করেন তাঁরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »