রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



বরিশালে নির্মাণের ৬ বছরেও চালু হয়নি দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট
প্রকাশ: ১৯ জুলাই, ২০২২, ৪:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে নির্মাণের ৬ বছরেও চালু হয়নি দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

শাওন খান :
৬ বছর পেরিয়ে গেলেও আজও আলোর মুখ দেখেনি বিশুদ্ধ পানি সরবরাহে নির্মিত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় অর্ধশত কোটি টাকার দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু হয়নি। এতে ভূগর্ভস্থ পানির ওপর বাড়ছে চাপ। এদিকে প্রয়োজনের অর্ধেক পানি সরবরাহ করতে পারছে না সিটি কর্পোরেশন। নাগরিক সুবিধা ধেকে বঞ্চিত হচ্ছে বরিশালের মানুষ। তারা প্লান্ট দুটি দ্রুত চালুর জন্য দাবি করছে।
আর এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ৫০ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

জানা যায়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নগরীর অধিকাংশ চাপকলে এখন আর পানি ওঠে না। তাই ভরসা সিটি করপোরেশনের পানি। কিন্তু নগরীর অনেক স্থানেই পৌঁছেনি পানির লাইন। সেখানে পানি সরবরাহ করা হয় ট্রাকের মাধ্যমে। তাও পাওয়া যায় না সবসময়।
নগরীর বেলতলা এলাকার স্থানীয় বাসিন্দা সাবিরুল ইসলাম বলেন, তাদের এলাকায় চরম পানির সঙ্কট। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকার কোনো চাপ কল থেকে পানি উঠে না। ফলে সিটি কর্পোরেশন পানি সরবরাহের গাড়ির জন্য তাকিয়ে থাকতে হয়। সিটি কর্পোরেশনের গাড়িও ঠিকমত আসে না।

ওই এলাকার আরেক বাসিন্দা মর্জিনা বেগম বলেন, সিটি কর্পোরেশনের সকল ট্যাক্স খাজনা পরিশোধ করলেও তার বিপরীতে সে অনুযায়ী সেবা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে এই পানির সমস্যা। সিটি কর্পোরেশনের গাড়িতে যে পানি দিয়ে যায়, তা দিয়ে কোনোরকম রান্নার কাজ সারা যায়। তীব্র পানির এ সমস্যা সমাধানে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ওই এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।

রুপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পাশের এক বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ সময়ে এ প্লান্ট চালু না করায় এর অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। এ প্লান্ট চালু করতে হলে পুনরায় সব কিছু নতুন স্থাপন করতে হবে।

বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, প্রায় ৫ লাখ নগরবাসীর জন্য ৬ কোটি লিটার বিশুদ্ধ পানির প্রয়োজন। এর বিপরীতে উৎপাদন করা হচ্ছে মাত্র তিন কোটি লিটার। ফলে নগরবাসীর পানির চাহিদা মেটাতে কীর্তনখোলা নদীর তীরে বেলতলায় ২০১২ সালে হাজার ১৯ কোটি টাকা ব্যয় এবং রুপাতলীতে ২০১৩ সালে ২৪ কোটি টাকা ব্যয়ে দুইটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ শুরু হয়। ওই প্লান্ট দুটির মাধ্যমে ১ কোটি ৬০ লাখ করে ৩ কোটি ২০ লাখ লিটার বিশুদ্ধ পানি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

৬ বছরেও একদিনও নগরবাসীর জন্য পানি দিতে পারেনি এ প্লান্ট দুটি। এখান থেকে পানি সরবরাহের জন্য পুরো নগরীজুড়ে পাইপ বিছিয়ে রাখা হলেও আদৌ তা কোনো উপকারে আসেনি নগরবাসীর।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্র জানায়, দুটি শোধনাগারেরই নির্মাণ ত্রুটি ছিল। একই সঙ্গে স্থান নির্বাচনেও ত্রুটি ছিল।

এদিকে নির্মাণের পরপরই কীর্তনখোলা নদীর ভাঙনের কবলে পড়ে বেলতলার প্লান্ট। আর সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা না থাকায় চালু করা যায়নি রুপাতলীর প্লান্ট। এছাড়াও রয়েছে যান্ত্রিক ত্রুটি। সেজন্য ৫০ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। অর্থ অনুমোদন পেলেই আবার কাজ শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ জানান, নগরীতে দৈনিক প্রায় ৬ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ হয় ৩ কোটি লিটার। ফলে পানির সঙ্কট থেকেই যাচ্ছে। পানির সমস্যা-সমাধানে ৫০ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। অচিরেই এ সমস্যা থেকে মুক্তি পাবে নগরবাসী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »