রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



বরিশালে পানির চাহিদা মেটাতে পারছে না বিসিসি
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে পানির চাহিদা মেটাতে পারছে না বিসিসি

নিজস্ব প্রতিবেদক ॥ বছরের পর বছর গেলেও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় বিশুদ্ধ পানির সংকট কাটছেই না। সিটি করপোরেশন থেকে চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহ করতে না পারায় নাগরিকরা ঝুঁকছেন গভীর নলকূপের দিকে। যদিও ব্যক্তিগত উদ্যোগে এই নলকূপ বসাতে গিয়ে কয়েকগুণ বেশি অর্থ গুনতে হচ্ছে। বরিশাল নগরের বাসিন্দা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, বরিশাল সিটি করপোরেশন নাগরিক চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে না পারলেও তারা গভীর নলকূপ বসানোর অনুমতি দিচ্ছে।
তবে এতে একজন বাড়ির মালিককে অনেক টাকা খরচ করতে হয়। যেখানে সিটি করপোরেশনের একটি পানির সংযোগের অনুমতিসহ সংযোগ নিতে ধরন অনুযায়ী ৬-১৫ হাজার টাকা খরচ হয়। ব্যক্তিগত গভীর নলকূপ বসাতে খরচ হয় প্রায় লাখ টাকা। এছাড়া গরমের সময় পানির স্তর নেমে যাওয়ার কারণে গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করতে গিয়ে ভোগান্তিও পোহাতে হয়। বিসিসি সূত্রে জানা গেছে, নগরবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে ২০০৯-১০ অর্থবছরে দুটি প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। জমি প্রাপ্তি ও অর্থ বরাদ্দ শেষে কীর্তনখোলা নদীর তীরে বরিশাল নগরের বেলতলায় ২০১২ সালে হাজার ১৯ কোটি টাকা ব্যয় এবং রুপাতলীতে ২০১৩ সালে ২৪ কোটি টাকা ব্যয়ে দুইটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কথা ছিল নির্মাণ শেষে তারা প্ল্যান্ট হস্তান্তর করবে সিটি করপোরেশনের কাছে। ২০১৬ সালের জুনে কীর্তনখোলা নদীর ভাঙনের মুখে পড়ে বেলতলা প্ল্যান্ট। রাস্তাসহ পুরো প্রকল্পের প্রায় ৩৫ শতাংশ চলে যায় নদীগর্ভে। আর পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা না থাকায় চালু করা যায়নি রুপাতলীর প্ল্যান্ট। এছাড়াও সেখানে শুরু থেকেই ছিলো যান্ত্রিক ত্রুটি। অথচ এ প্ল্যান্ট দুটি চালু হলে এক কোটি ৬০ লাখ করে মোট তিন কোটি ২০ লাখ লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করতে পারত। বিসিসি প্রকৌশল শাখার কর্মকর্তাদের মতে, দুটি শোধনাগারেরই নির্মাণ ত্রুটি ছিল। একই সঙ্গে স্থান নির্বাচনেও ত্রুটি ছিল। যদিও বর্তমান পরিষদ প্ল্যান্ট দুটিকে চালু করতে বরাদ্দ চেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক আহম্মদ জানান, নগরীতে দৈনিক প্রায় ৬ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ হয় প্রায় ৩ কোটি লিটার। ফলে পানির সংকট থেকেই যাচ্ছে। পানির সমস্যা-সমাধানে প্রকল্প পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। আর বিসিসির হিসাব শাখা সূত্রে জানা গেছে, সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি ব্যবহার উপযোগীকরণসহ ওভারহেড ট্যাংক ও পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন বিষয়ে ২৯ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প ২০২০ সালের ২ ফেব্রুয়ারিতে মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। যদিও সেই অর্থ এখনও ছাড় হয়নি। অপরদিকে ১ শত কোটি টাকা ব্যয়ে বরিশাল মহানগরীতে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে ৪টি ভাসমান পানি শোধনাগার ও ৫টি ওয়ার হেড ট্যাংক নির্মাণ প্রকল্প, ৫০ কোটি টাকা ব্যয়ে বরিশাল সিটি করপোরেশনের বর্ধিত এলাকায় সুপেয় পানি সরবরাহ প্রকল্প, একই এলাকায় ২৫ কোটি টাকা ব্যয়ে নতুন গভীর নলকূপ স্থাপনের প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করা হয়েছে সর্বশেষ বাজেটে।বরিশাল নগরীতে পানির সংকট নিয়ে বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল নগরে বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহে বিসিসি প্রতিজ্ঞাবদ্ধ। নগরীতে দৈনিক পানির চাহিদা প্রায় ৫ কোটি ৪০ লাখ লিটার । আমি দায়িত্ব গ্রহণের পর দৈনিক পানি উত্তোলন ক্ষমতা ২ কোটি ৩ লাখ ৮৫ হাজার লিটার থেকে উন্নীত করে ২ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৫ শত লিটার করেছি।
এছাড়া পানির চাহিদা পূরনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। এদিকে নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের জন্য গ্রাহকরাও নিয়মিত পানির বিল বকেয়াসহ পরিশোধ করায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। এতে পানি শাখার রাজস্ব আয় গত বছরের তুলনায় ১৪ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছেও বলে জানান মেয়র।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »