শুক্রবার ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবুগঞ্জে জমির দলিল নিয়ে অপপ্রচার,হত্যার হুমকিতে থানায় জিডি
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে জমির দলিল নিয়ে অপপ্রচার,হত্যার হুমকিতে থানায় জিডি

বিডি ২৪ নিউজ অনলাইন:  বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি বৈধ জমি দলিলকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য ব্যবহার করে সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আব্দুল হালিম হাওলাদার অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির মানহানি ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এছাড়া এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয,গত ৯ ডিসেম্বর রহমতপুর সাব-রেজিস্ট্রি অফিসে আইনানুগভাবে ৫ শতাংশ জমির একটি দলিল রেজিস্ট্রি হয় (দলিল নম্বর–২৫৭১/২৫)। দলিল সম্পন্ন হওয়ার পর রুবেল সরদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি সংবাদ পোস্ট করেন, যেখানে যাচাই-বাছাই ছাড়াই অভিযোগ আনা হয় যে ৯০ বছর বয়সী সেতারা বেগমকে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে তার বড় ছেলে আব্দুল হালিম হাওলাদার জমি লিখে নিয়েছেন।

অভিযুক্ত আব্দুল হালিম হাওলাদার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে বলেন,“আমার মা সম্পূর্ণ স্বেচ্ছায় এবং সুস্থ মস্তিষ্কে আমাকে ৫ শতাংশ জমি দলিল করে দিয়েছেন। কোনো ধরনের জোরপূর্বকতা, ভয়ভীতি কিংবা প্রতারণার ঘটনা ঘটেনি।”সংবাদে উদ্ধৃত বক্তব্যের বিষয়ে গুরুতর আপত্তি জানিয়েছেন সেতারা বেগমের বড় মেয়ে নাসরিন আক্তার। ফোনে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে বলেন,
“আমি এই ধরনের কোনো বক্তব্য দেইনি। আমার অনুমতি ছাড়া আমার নাম ও বক্তব্য ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরও বলেন,“আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার মা এর জমি সবাই নিয়েছে এখন যদি আব্দুল হালিম পায় তাহলে মা তাকে দিবে এটা তার ইচ্ছা তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সংবাদে আমার নামে যেসব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ বানানো।”তাছাড়া সেতারা বেগমের আরো ২ মেয়ের সাথে যোগাযোগ করলে তারা বলেন এই বিষয়ে আমরা কিছুই জানি না এবং আমরা কোনো অভিযোগ ও করিনি।

বিষয়টি তদন্ত করে বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সংবাদটিতে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য থাকার প্রেক্ষিতে তা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন। অভিযোগে উল্লেখ করা হয়,সংবাদটি করানো ব্যক্তি হাফিজুর রহমান ও আব্দুর রহিম থানার নির্দেশ অমান্য করে সংবাদটি অপসারণ না করে বরং আব্দুর রহিম নিজ ব্যক্তিগত ফেসবুক আইডিতে তা পুনরায় শেয়ার করেন। এছাড়া কথিত শালিশদার আব্দুর রহিম এই অপপ্রচারের সাথে জড়িত বলে জানা তারা।

মো : নাজমুল হাসান বলেন আমার পবতার বিরুদ্ধে অপ প্রচার ও আমাকে হত্যার হুমকির ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।শিঘ্রই অপপ্রচারকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »