মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


বেকারত্ব দূর করতে পারে ফুল চাষ
প্রকাশ: ১৯ জুলাই, ২০২০, ৩:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেকারত্ব দূর করতে পারে ফুল চাষ

সাব্বির আলম বাবুঃ
অযত্ন, অবহেলা আর যান্ত্রিক জীবনযাত্রায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার রঙবাহারী ফুলের সম্ভার। অথচ পবিত্রতার প্রতীক এই দেশীয় নানাজাতের ফুল সুষ্ঠু ব্যবস্থাপনায় চাষ ও সংরক্ষনের মাধ্যমে হতে পারে অন্যতম অর্থকরী ফসল। একটি প্রষ্ফুটিত ফুলের নানাবিধ ভূমিকা থাকে। আমরা হয়তো সাধারনভাবে ফুলের রুপ-সুগন্ধ থেকে মনোরঞ্জনের খোরাক পাই কিন্তু সুক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ফুলের নার্সারী ব্যবসা বা ফুলের চাষ বেকারদের কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের পথ সৃষ্টি করে। অন্যদিকে ফুল থেকে তৈরী হয় উৎকৃষ্ট সুগন্ধি আতর, বডি স্প্রে এবং বিভিন্ন রকমের হোমিওপ্যাথি ও এলোপ্যাথি ঔষধ। যেকোন অনুষ্ঠান, কোন জন্মদিন, বিয়ে, কোন বিশেষ দিবস পালন, কোন বিশেষ ব্যক্তির বরন বা বিদায়, তরুন-তরুনীর ভালবাসার প্রকাশ সহ সৌন্দর্য পিপাসু মানষের কাছে সমাদৃত ফুল। সৌন্দর্যে -সৌরভে ফুল শুধু মানুষকেই নয় বিহঙ্গ, প্রজাপতি, মৌমাছি সহ প্রকৃতির সকলকেই আকর্ষণ করে। চিরায়ত বাংলার পরমা প্রকৃতি এত বর্নালী ও সৌরভময় তো বাহারী ফুলের কারনেই। সর্বোপরি সকল ধর্মের অনুসারি এবং পবিত্র গ্রন্থ সমূহেও ফুলের একটা বিশেষ স্থান উল্লেখ আছে। পাশাপাশি ফুলের কথা কবিতার উপমা, গানের ছন্দতেও নানাভাবে ব্যবহার করা হয়েছে। ঋতু পরিক্রমায় প্রায় সারা বছরই বাংলাদেশের প্রত্যন্ত এলাকা, মেঠো পথের ধারে, মাঠে-ঘাটে, বন-পাহাড়ে অসংখ্য ফুল ফোটে। এসকল ফুলের বর্নবৈভব যেমন বিচিত্রতায় ভরা তেমনি সংখ্যার দিক থেকেও দীর্ঘ। উদ্ভদ বিজ্ঞানীদের সাম্প্রতিক তথ্যমতে, দেশে প্রায় সাড়ে ৫ হাজার প্রজাতির পুষ্পতরু রয়েছে। অবশ্য এক্ষেত্রে তারা সুন্দর-অসুন্দরকে আলাদা করে দেখেননি। বিশাল সংখ্যক এসব পুষ্পতরু প্রকৃতিকে বর্নাঢ্য করে তুলেছে। আপাতদৃষ্টিতে ফুল প্রকৃতির অলংকারীক অনুষঙ্গ হলেও পৃথিবীর প্রানীবৈচিত্র্যের সঙ্গে তার গভীর সংযোগ। বর্তমানে দেশে ফুল বিশেষ অর্থকরী পণ্য হিসাবে পরিচিতি লাভ করেছ। বর্তমানে দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলা-উপজেলায় বানিজ্যিক ভাবে ফুলের চাষ হচ্ছে। এগুলো বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়। বাংলাদেশে মৃত্তিকার ধরন ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারনে অঞ্চল ভেদে বিশেষ কিছু পুষ্পতরুর আবাস গড়ে উঠেছে। পাহাড়, উপকূলীয় জেলা, নদী ও হাওরাঞ্চল, সমতলভূমি এবং শুষ্ক-রুক্ষ মাটির অঞ্চল গুলোতে এসব বিশেষ ধরনের ফুলগাছ চোখে পরে। প্রসঙ্গত ডুলিচাঁপার কথা বলা যায়। আশার বিষয় অনেকেই নার্সারীর মাধ্যমে সরাসরি জমিতে বিভিন্ন রকমের ফুলের চাষ করে সফল হয়েছেন এবং নিজে এই ফুল বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন। বাজারে ফুলের ব্যাপক চাহিদাকে পুঁজি করে দেশের বিশাল সংখ্যক বেকার যুব সমাজ বানিজ্যিক ভাবে ফুল চাষকে যদি পেশা হিসাবে নিতে পারে তাহলে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি দেশের হারিয়ে যেতে বসা নানা প্রজাতির রঙবাহারী ফুল আমাদের মাঝে সুবাস ছড়িয়ে মনকে সতেজ করে টিকে থাকবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »