সোমবার ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ভূমিকম্পে নবজাতকসহ ৬ জন নিহত, বিভিন্ন স্থানে আহত ২ শতাধিক
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে নবজাতকসহ ৬ জন নিহত, বিভিন্ন স্থানে আহত ২ শতাধিক

বিডি ২৪ নিউজ অনলাইন: ভূমিকম্পে শুক্রবার সকালে ছয় জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকায় ৩ জন নরসিংদীতে একজন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে আহত হয়েছে ২ শতাধিক মানুষ। এর মধ্যে নরসিংদীতে অর্ধশতাধিক, ঢাকা মেডিকেলে ১৮, গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১০ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ জন আহতের খবর পাওয়া গেছে।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সকালে গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের সময় কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাঁরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

নরসিংদী জেলা হাসপাতালে আহত ৫৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়াও বৃদ্ধসহ ২ জন মারা গেছে।এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের ফলে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কুলসুম বেগম শিশু ফাতেমাকে কোলে নিয়ে প্রতিবেশী জেসমিন বেগমের সঙ্গে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে ছিলেন। হঠাৎ সড়কের পাশের একটি দেয়াল ধসে তাদের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই নবজাতক ফাতেমার মৃত্যু হয়।

স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করেন। কুলসুম বেগম ও জেসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যুর পাশাপাশি দুই নারী মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।টেলিফোনে হতাহতের এসব খবর জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড
Translate »