মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


মা নার্স, মাকে নিয়েই উদ্বিগ্ন আমরা
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ৮:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মা নার্স, মাকে নিয়েই উদ্বিগ্ন আমরা
আমি দিনাজপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দিনটি ১৬ মার্চ। ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে গল্প করছিলাম। ১৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের ওপর প্রস্তুতি নিচ্ছিলাম। দেশে করোনাভাইরাস তখনো ততটা ছড়ায়নি। ঠিক তখনই পিয়ন মামা এসে নোটিশ পড়লেন, আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ এবং ১৭ মার্চের সব অনুষ্ঠান বাতিল। সবাই স্তব্ধ হয়ে গেলাম। সবার মতোই আমার মন খারাপ হয়েছিল ১৭ মার্চের অনুষ্ঠান বাতিল হওয়ার জন্য। ঠিক তখনই শুনলাম কোচিংও বন্ধ দিয়ে দিয়েছে।

বন্দী জীবন শুরু হলো ১৭ মার্চ থেকে। আমার বাবা পেশায় শিক্ষক। বাসায় বাবাকেই শিক্ষক হিসেবে পেলাম। আমার ছোট ভাই চতুর্থ শ্রেণিতে পড়ে। বাবা পড়ালেখার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে থাকেন। পাঁচ ওয়াক্ত নামাজ দুই ভাই বাবার সঙ্গে একসঙ্গে আদায় করতাম। সেটা ছিল এক অন্য অনুভূতি।

এখন তো অনেকটাই বন্দী। বাইরে বের হতে না পারা ছিল অনেক কষ্টের। স্কুলের মাঠ, বন্ধু, শিক্ষক—সবার কথা অনেক মনে পড়ত। ফোনে কথা হয় বন্ধুদের সঙ্গে এবং বন্ধুদের সংসদ বাংলা টিভি চ্যানেলের ক্লাস হওয়ার কথাটি জানাতাম। সেই সঙ্গে পড়ালেখার পাশাপাশি বিনোদন হিসেবে প্রথম আলোর পড়ালেখার পাতা, বিভিন্ন খবর, বিভিন্ন ঘরোয়া খেলা এই বন্দী জীবনে অনেক বিনোদন দিত।

ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে ৩টি নতুন শব্দ জেনেছি—লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টিন। সেই সঙ্গে বিশ্বের খবর জানার টেলিভিশন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখছি।

একজন স্কাউট সদস্য হিসেবে অন্য স্কাউট সদস্যদের সঙ্গে দিনাজপুর বড় ময়দানে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ নিই। একদিন ফেসবুকে দেখলাম, করোনাভাইরাসের কারণে অনেক খেটে খাওয়া মানুষ কাজ খুঁজে পাচ্ছেন না। এ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘সেভ আর্থ সেভ বাংলাদেশ’ নামে একটি উদ্যোগের মাধ্যমে কয়েকজন বন্ধু মিলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানাই। অনেকে আমাদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন। আমরা তা দিয়েই ১০ পরিবারকে ১০ কেজি পরিমাণ চাল, ডাল, তেল, লবণ, সাবান দিয়ে সহযোগিতা করি।

বাংলাদেশের পরিবেশ নিয়ে ‘পরিবেশ বাঁচাও বাংলাদেশর বাঁচাও’ শিরোনাম একটি ত্রৈমাসিক পত্রিকার জন্য বন্ধুরা মিলে ম্যাসেঞ্জারের কাজ করছিলাম এই বন্দী জীবনের মধ্যে থেকেই।

এর মধ্যে পরিবার উদ্বিগ্ন থাকে আমার মাকে নিয়ে। আমার মা পেশায় একজন সিনিয়র স্টাফ নার্স। তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এবং হাসপাতালে চাকরি করেন। তিনি প্রতিদিন অনেক অসুস্থ মানুষের সেবার কাজ করেন। তাই তাঁকে নিয়ে আমাদের অনেক দুশ্চিন্তা হয়। মহান আল্লাহ তায়ালা আমার মাকে যেন সুস্থ রাখেন এবং এ সময় অনেক অসুস্থ মানুষের সেবা করতে পারেন।

সর্বোপরি আমাদের এ ভাইরাস মোকাবিলায় সচেতন হতে হবে, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না, সাবান দিয়ে হাত ধুতে হবে ২০ সেকেন্ড ধরে, তাহলেই এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। সৃষ্টিকর্তার নিকট এই দোয়া করি, মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে করোনার হাত থেকে রক্ষা করুক।

* শিক্ষার্থী, দিনাজপুর জিলা স্কুল




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »