
বিডি ২৪ নিউজ অনলাইন: মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫ নং আদর্শনগর ইউনিয়ন পরিষদের সচিব ইউসুফ খলিফার বিরুদ্ধে ফেসবুকের ফেক পেজে অপপ্রচার করছে একটি চাদাঁবাজ গ্রুপ। বরিশাল নিউজ ২৪ নামক একটি ফেক পেজে ১৬ ডিসেম্বর এই অপপ্রচার করা হয়। ফেক পেজটি থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপেও পোষ্ট করা হয়।
পেজে উল্লেখিত ” লাখ লাখ টাকার বিনিময়ে জন্ম সনদ করে আইডি কার্ড পেতে সহায়তার করে রোহিঙ্গা শরনার্থীদের স্থায়ী বাংলাদেশের নাগরিক সাহায্য” করার অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।একটি চক্র সচিব ইউসুফ খলিফার নিকট কল করে দু লাখ টাকা চাদাঁ দাবী করে। চাদাঁ দিতে অস্বিকার করলে চাদাঁবাজ গ্রুপ বরিশাল নিউজ ২৪ নামক ফেক পেজে অপপ্রচার শুরু করে।
মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫ নং আদর্শনগর ইউনিয়ন পরিষদের সচিব ইউসুফ খলিফা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সৎ ও স্বচ্ছতা এবং সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন চাকুরীতে যোগদানের পর থেকে। তার সুনাম নষ্ট করার জন্য একটি হ্যাকার ও চাদাবাজঁ গ্রুপ ষড়যন্ত্র করে আসছে ।তারই অংশ হিসেবে সচিব ইউসুফ খলিফার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপতথ্য ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে সচিব ইউসুফ খলিফা আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে সুত্র নিশ্চিত করেছেন ।