মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


শাকিবকে নিয়ে সুর পাল্টালেন অপু
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাকিবকে নিয়ে সুর পাল্টালেন অপু

ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। কয়েক বছরের মাথায় তাঁদের দু’জনের দুটি পথ দু’দিকে বেঁকে যায়। আলাদা হলেও তাঁদের ছেলে আব্রাহাম খান জয়ের দেখাশোনার বিষয়টা দু’জনেই দেখেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে ক্যারিয়ার, শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক ও শাকিবের পরিবার নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।

বিচ্ছেদের পর অপু বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব ও তাঁর পরিবার সম্পর্কে নানা অভিযোগ তুলেছিলেন। তাও প্রায় ছয় বছর হয়ে গেছে। ছয় বছর পর অপু বুঝতে পেরেছেন—শাকিব ও তাঁর পরিবার নিয়ে নেতিবাচক কথা বলাটা ঠিক হয়নি সেসময়। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলো বলেছিলাম, ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের (শাকিব খান ও তাঁর পরিবার) কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান তাঁদের পেয়েছি, আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন…।’

শাকিবের সঙ্গে জুটি হয়ে অপু উপহার দিয়েছেন অনেক সফল চলচ্চিত্র। শাকিব খানের সঙ্গে ৮০টি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ তাঁর ক্যারিয়ারে সব দিয়েছে। তাই ক্যারিয়ারের সব অর্জনের কৃতিত্ব শাকিব খানের বলে মনে করেন অপু।

অপু বলেন, ‘আসলে আজ শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে।’

দু’জনের সম্পর্ক যেমনই থাকুক, সন্তানের জন্য তাঁরা একজন আরেকজনকে যথেষ্ট সম্মান করেন। অপুর মতে জয় যেন বিষয়গুলো বুঝতে না পারে সেদিকে দু’জনেরই নজর থাকে সব সময়।

অপু বলেন, ‘আমাদের দু’জনের কাছে এখনো সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তাঁর বাবা-মা দু’জনই ব্যস্ত। তাই কখনো আমি তাঁকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে—এভাবেই চলছে।’

অনেক নারীর সঙ্গে নাম জড়িয়েছে শাকিব খানের। এই বিষয়টাতে শাকিবকে যেন সমর্থনই জানিয়েছেন অপু। তিনি বলেন, ‘একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তা হলে সে কিসের সুপারস্টার? এটা তাঁর কৃতিত্ব, এখনো তাঁকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোমান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত
Translate »