গত বছর কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’ সিনেমা ঘোষণার পর থেকেই বেশ কৌতুহল তৈরি হয়েছে। যে কারণে আল্লু অর্জুন অভিনীত এই তেলেগু সিনেমাটির কাজও শুরু হয় ঘোষণার পরপরই। হিন্দি এই রিমেকে কৃতি-আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রনিত রায় ও মনীষা কৈরালা। এবার সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবর দিয়ে ভক্তদের মন ভালো করে দিলেন কৃতি নিজেই।
আসছে ফেব্রুয়ারিতে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবরটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কৃতি।
সেখানে তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অবশেষে প্যাকআপ। শেহজাদা বরাবরের মতো সুখ-দুঃখের অনুভূতি। তবে দুঃখের সময়গুলোও আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমরা খুব খুশি, কারণ শিগগিরই শেহজাদা আপনাদের সবার সাথে ভাগ করে নিতে পারব! আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছি। সঙ্গে থাকুন।’
তিনিও লিখেছেন, ‘আমি এই দুর্দান্ত পরিবারের সাথে কাজ করতে পেরেছি! পুরো টিমের সাথে কাজ করতে এমন একজন শ্রদ্ধাশীল এবং আন্তরিক ব্যক্তি হওয়ার জন্য নির্মাতাসহ সবাইকে ধন্যবাদ।’
কার্তিকও কৃতির পোস্টে সহমত পোষণ করেছেন। এদিকে এই সিনেমাটি ছাড়াও বেশ কয়েকটি সিনেমা চলতি বছরে পর্দায় আসছে কৃতির। প্রতিটির সিনেমা যেমন আলোচনায় রয়েছে তেমনি ভিন্ন ভিন্ন কৃতির দেখা মিলবে সিনেমাগুলোতে। অনেকেই তাই ধারণা করছেন চলতি বছর বলিউডে নিজের অবস্থান আরও পোক্ত হবে তার।








বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম
বরিশালে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু
৬০ ফুট লম্বা গাছের ১২ ইঞ্চি কলা!
প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পে ৫,৩৮৯ কোটি টাকার দুর্নীতি
চট্টগ্রাম বন্দর বিদ্যুৎ বিভাগে সাইফুল-মেসবাহ সিন্ডিকেট: ১৮ লাখ টাকার লিফট ১ কোটি ১৫ লাখে!
গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন, নিহত ছাড়াল ৬৯ হাজার
নলছিটিতে ওজোপাডিকোর প্রকৌশলী সোহেল রানার খাম্বা বাণিজ্য!