বুধবার ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


সুষ্ঠু নির্বাচনের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক রিপোর্টার

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য বিরোধী-ভিন্নমতকে হয়রানি বন্ধ তথা ভীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় অর্জনে নিরবচ্ছিন্ন সমর্থন জোগানো উন্নয়ন অংশীদার যুক্তরাষ্ট্র মনে করে সহিংস রাজনৈতিক পরিবেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
বুধবার ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিস সরকারের পররাষ্ট্র বিষয়ক অগ্রাধিকার সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে কথা হয়। ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি একাধিকবার বাংলাদেশের নাম উল্লেখ করে এখানকার রাজনৈতিক নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার বিষয়টি খোলাসা করেন। হাই-ভোল্টেজ ওই ব্রিফিংয়ে কুর্দিস্তানে লাখো মানুষের বিক্ষোভ এবং ইরানের রেজিম চেইঞ্জের দাবি সংক্রান্ত মধ্যপ্রাচ্যের এক মিডিয়া প্রতিনিধির প্রশ্নের জবাব দিতে গিয়েও বাংলাদেশের নাম উল্লেখ করে বিরোধী ভিন্নমতের অধিকার খর্ব করার উদাহরণ টানেন বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন ওই নিরাপত্তা কর্মকর্তা।

ব্রিফিংয়ে জাস্ট নিউজের স্টেট ডিপার্টমেন্ট করেসপেন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী এবং পরবর্তীতে কুর্দিস্তানের সাংবাদিকের প্রশ্নে মার্কিন কর্মকর্তা বলেন, কেবল ইরান বা তার আগে উল্লেখ করা

বাংলাদেশই নয়, পৃথিবীর সবত্রই স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকা দরকার। এ নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান ‘স্পষ্ট’ এবং ‘অভিন্ন’ দাবি করে তিনি বলেন, বাইডেন প্রশাসন মনে করে অবশ্যই যে কোন দেশে যে কারও শান্তিপূর্ণ সমাবেশ করার অবারিত সুযোগ থাকতে হবে। রাজনৈতিক কর্মসূচিতে বিরোধী দল বা ভিন্নমতকে বাধা নয় বরং সহযোগিতার তাগিদ দিয়ে মার্কিন নিরাপত্তা প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, যে কোনো সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে। আর এ জন্য মুক্তমত এবং শান্তিপূর্ণ সমাবেশের ক্ষেত্রও প্রস্তুত করে দিতে হবে।

বাংলাদেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করছে জানিয়ে ব্রিফিংয়ে বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধি মুশফিক বলেন, নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস মিথ্যা মামলায় হয়রানির শিকার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনো মুক্ত নন। সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতায় জিরো টলারেন্স দেখাচ্ছে। তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের কালো কানুনের প্রয়োগ করছে যখন তখন। বাংলাদেশ ইতিমধ্যে দু’টি প্রহসনের নির্বাচন দেখেছে দাবি করে তিনি বলেন, ওই নির্বাচন দু’টিতে যেসব প্রহসন এবং অনিয়ম হয়েছে তা স্টেট ডিপার্টমেন্ট ও মানবাধিকার সংস্থার রিপোর্ট এবং আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে বিশ্বে বিস্তর সমালোচনা রয়েছে। বাংলাদেশে আরেকটি জাতীয় নির্বাচন অত্যাসন্ন উল্লেখ প্রশ্ন কর্তা সাংবাদিক বলেন, বাংলাদেশে আরেকটি কন্ট্রোল ইলেকশন দেখতে যাচ্ছে? না-কি এটি অংশগ্রহণমূলক হবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার যুক্তরাষ্ট্রের এ বিষয়ে কোনো পর্যবেক্ষণ আছে কি?
খোলামেলা জবাব দেন নিরাপত্তা কাউন্সিলের সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি। ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্যের সাংবাদিক ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক হামলা, ধরপাকড়, মতপ্রকাশে বাধা এবং বিরোধীপক্ষের আন্দোলনের সুযোগ না থাকা প্রসঙ্গে মার্কিন সরকারের অবস্থান জানতে চান।

জবাবে ইরানের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রাক্তন এই অ্যাডমিরাল বলেন, ২-৩ সপ্তাহ আগেই প্রেসিডেন্ট বাইডেন তার জাতিসংঘে দেয়া ভাষণে এটা স্পষ্ট করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে দুনিয়ার সর্বত্র বিক্ষোভ করার অধিকারের পক্ষে সোচ্চার। এটা শুধু ইরান নয়, একটু আগে উল্লেখ করা বাংলাদেশ ইস্যুতেও আমাদের একই অবস্থান। তিনি বলেন, জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করার সুযোগ দিতে হবে। কোনো ধরনের হয়রানি, সহিংসতা এবং ভীতি দেখানো ছাড়াই সরকারকে এ সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে বিক্ষোভে কোনো ধরণের প্রাণহানী এবং সম্পদের ক্ষতি না হয়। মত প্রকাশের অধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্র তার অবস্থানে অনঢ় উল্লেখ করে পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্টে একসময় মুখপাত্রের দায়িত্ব পালনকারী জন কিরবি বলেন, এ ইস্যুতে সারাবিশ্বে আমাদের অবস্থান অভিন্ন, এটা অব্যাহত থাকবে। একটি দেশে যখন শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ থাকে সে দেশকেই প্রতিষ্ঠিত বলা যায়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গেই বিবেচনায় রাখি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »