বুধবার ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


সুস্বাস্থ্যের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ১:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুস্বাস্থ্যের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য

দেশের বাজারগুলো ভেজাল পণ্যে সয়লাব হয়ে যাওয়ার তথ্য নতুন নয়।  বিশ্ব মান দিবস উপলক্ষ্যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে-গণমাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানে। প্রথমে খাদ্য প্রসঙ্গে আসা যাক। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার হলেও বর্তমান বাজার চিত্র দেখলে শিউরে উঠতে হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ফলমূল, মসলা, এমনকি শিশুখাদ্য-কোনো কিছুই যেন আজ ভেজালমুক্ত নয়। সুস্বাস্থ্যের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য। ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে ক্যানসার, হেপাটাইটিস, কিডনি, লিভার ও ফুসফুসসংশ্লিষ্ট রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। অনেক গর্ভবতী নারী বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে। বলা যায়, ভেজাল খাদ্য পুরো জনস্বাস্থ্যের জন্যই এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। বস্তুত খাদ্যদ্রব্যে ভেজাল এক ভয়াবহ সামাজিক ব্যাধি। গুঁড়া মসলায় ক্ষতিকর রং, ইট বা কাঠের গুঁড়া মেশানো হচ্ছে। দুধে মেশানো হচ্ছে পানি ও ক্ষতিকর পাউডার। মাছ ও ফলমূল তাজা দেখাতে ব্যবহার করা হচ্ছে ফরমালিন, কার্বাইডের মতো বিষাক্ত রাসায়নিক। এমনকি জীবন রক্ষাকারী ওষুধও ভেজালের থাবা থেকে রেহাই পাচ্ছে না। ভেজাল চক্রের কাছে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, আর জীবনের ঝুঁকি বাড়ছে বহুগুণে।

শুধু যে খাদ্যদ্রব্যই ভেজাল হচ্ছে তাই নয়, বাজারে কসমেটিকস থেকে শুরু করে নিত্যব্যবহার্য প্রায় প্রতিটি পণ্যই নকল হচ্ছে। এর সঙ্গে জড়িত রয়েছে কিছু অসাধু চক্র। খাদ্য ও পণ্য ভেজালকারী এসব চক্রকে দমন করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। দুশ্চিন্তার বিষয় হলো, নকল কারখানার মালিক ও ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক সরকারি সংস্থা অভিযান চালালেও কঠোর ব্যবস্থা নেওয়ার কোনো দৃষ্টান্ত নেই। এ কারণে ধরা পড়ার পর জরিমানা ও কারখানা সাময়িকভাবে বন্ধ হলেও কিছুদিন যেতে না যেতেই পুনরায় তারা একই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। এর বাইরে অবশ্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই নির্বিঘ্নে অপকর্ম চালিয়ে যাচ্ছে। সব মিলে নকল ও ভেজাল পণ্যের কারবারিদের কিছুতেই যেন দমন করা যাচ্ছে না।

তবে আমরা মনে করি, সরকারের সদিচ্ছা থাকলে নকল ও ভেজালকারীদের অবশ্যই দমন করা সম্ভব। এক্ষেত্রে সরকারি তদারকি প্রতিষ্ঠানগুলোকে যথার্থই সক্রিয় হতে হবে। তাদের কাজ হবে দেশের সর্বত্র বাজার ও দোকানগুলো নিয়মিত তদারক করা। ভেজাল তৈরির কারখানাগুলো খুঁজে বের করা। প্রয়োজনে এ কাজে গোয়েন্দা নিয়োগ করা। তদারকি প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। কারণ ‘সরষের ভেতর ভূত’ থেকে গেলে ভেজাল প্রতিরোধ করা সম্ভব হবে না। খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন, প্রক্রিয়া ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট কেউ ভেজাল মেশালে এবং তা ধরা পড়লে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এক্ষেত্রে ভেজালকারীরা যাতে ধরা পড়ে, সে বিষয়টি নিশ্চিত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারকে এদিকটিতে বিশেষ দৃষ্টি দিতে হবে। যেভাবেই হোক, খাদ্য ও পণ্যে ভেজাল রোধ করতে হবে। মনে রাখতে হবে, এটি ভোক্তার অধিকার রক্ষার বিষয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »