শেখ বদরুল আলম,বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
বিশ্বনাথে রাস্তায় পড়ে আছে এক মসজিদের ঈমাম (মাওলানা মিজান আহমদ) এর লাশ। তিনি বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের বিলপার গোবিন্দনগর জামে মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করছেন এবং ইমামতির পাশাপাশি তেলিকোনা আলিম মাদরাসার শিক্ষকতাও করছেন বলে জানা গেছে। জনাব মিজানুর রহমান কান্দি গ্রামের পুর্ব রাস্তায় পাকিচির গ্রাম থেকে আসার পথে মৃত্যু বরন করিয়াছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর আনুমানিক দুইটার দিকে খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রাম-রেলওয়ে ব্রীজ সড়কের পাশে এভাবে পড়ে থাকতে দেখা যায়। খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যন তালুকদার গিয়াস সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। হুজুরের বাড়ী যেহেতু কুমিল্লা জেলায় তাই উনার পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।