ঝালকাঠি জেলা প্রতিনিধি : কঞ্জন কান্তি চক্রবর্তী।
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্পানের পর আঘাত হেনেছে ২ মিনিটের শক্তিশালী ঝড়। এতে ৬ গ্রাম বিধ্বস্ত হয়েছে। এতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক বসতঘর, একটি বিদ্যালয় একটি মসজিদ ও মাদ্রাসা, উড়ে গেছে টিনের চাল, ছোট-বড় অসংখ্য গাছপালা উপরে ছে ও ভেঙে গেছে।
গত রাতে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের এই ছয় গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এতে লন্ডভন্ড হয়ে গেছে ৫০টিরও বেশি বসত ঘর, একটি বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা। উড়ে গেছে অনেক বাড়ি ঘরের টিনের চাল।কয়েত শত ছোট বড় গাছ পালা ভেঙ্গে গেছে। বিদ্যুতের ঘুটি ভেঙ্গে ও তার ছিড়ে রাত থেকে এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ।
স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাত ৯টার পর থেকে থেমে থেমে বৃষ্টি হয়। তারই মধ্যে বিদ্যুৎ চমকায়। এরপর হঠাৎ আকস্মিক দমকা বেগে টর্নেডো বয়ে যায় মাত্র ২ মিনিটের টর্নেডো কেওরা ইউনিয়নের সারেঙ্গগল, রনমতি, নৈকাঠী, আইহোর, বামনকাঠি ও পার্শ্ববর্তী কীর্তিপাশা ইউনিয়নের তার বাসায় ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায়।
মাত্র ২ মিনিটের স্থায়ী এ ঝড়ে কিছু বুঝে ওঠার আগেই লন্ডভন্ড হয়ে যায় ৬ গ্রাম। ক্ষতিগ্রস্থদের সহযোগিতাসহ ক্ষয়ক্ষতি নিরুপনে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে।
ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেন ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত তাদের সরকারিভাবে তাদের সহযোগিতা করা হবে।