মুহাম্মাদ শোরাফ উদ্দিন ( জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। উত্তেজিত নেতাকর্মীরা একটি বিদ্যালয়, কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করেছে ।
পুলিশ জানিয়েছে, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি দাদন মোল্লা ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ জালাল রাহুলের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।
আটকরা হলেন আওয়ামী লীগ নেতা দাদন মোল্লা, আওয়ামী লীগ কর্মী মান্নান ও সোহেল।আটক কৃতদেরকে রায়পুর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।