নিউজ ডেস্ক:
রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন মালামাল রাখার গুদামে গভীর রাতে লাগা ভয়াবহ আগুন নিভিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস। এতে রক্ষা পেয়েছে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগার।
বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৪ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর কাজে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্ধন। তিনি ভোর ৫ টায় সারাবাংলাকে বলেন, রাজারবাগের ওই স্টোর রুমটি এমন জায়গায় ছিল যেখানে পাশেই অস্ত্রাগার ছিল। এছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিক। ব্যারাকে অনেক পুলিশ সদস্য ঘুমাচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির সম্ভাবনা ছিল।
কিভাবে আগুনের সুত্রপাত জানতে চাইলে তিনি বলেন, আগুনের সুত্রপাত আগেই বলা যাবে না। এলাকাটি সংবেদনশিল হওয়ায় তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টের পর আগুন লাগার কারণ জানা যাবে।
প্রত্যক্ষদর্শিদের ধারণা গুদামে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাত হতে পারে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, রাত আড়াইটায় আগুনের সুত্রপাত হলে একে একে ১১ টি ইউনিট পাঠানো হয়। এরপর এরপর ৪ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির হিসেব হয়নি। এছাড়া কোনো হতাহতও নেই