সুমন,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
৮ মার্চ শনাক্তের পর বাংলাদেশ করোনার এক বিশাল সমুদ্রে পতিত হয়।এক এক করে লাখ ছাড়িয়েছে আক্রান্ত সংখ্যা। ভালো নেই গ্রামের অসহায় মানুষগুলো থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরাও। সরেজমিনে দেখা যায় লকডাউনে কর্ম হারিয়ে অনেকে দিননিপাত করছে অভুক্ত অতিথির ন্যায়।
কারো বিদেশ যাওয়া, কারো ফসলের ন্যায্য দাম না পাওয়া বা বেচতে না পারার অভিযোগ তো আছেই।কেবল সরকারি চাকুরীজীবীরাই আছেন একটু স্বস্তিতে। শিক্ষার্থীরাও আছেন বিপাকে।কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান তা তারা অনিশ্চিত। ফলে তারা একরকম বন্দি জীবনে আছেন বাসার হোম কোয়ারেন্টাইনে।
কাজ হারানো অনেকেই মনে করেন করোনা তাদের শেষ করে দিয়েছে।লকডাউন ও বাঁচার তাগিদে জীবন নিয়ে তারা টাইটেনিকের মত ডুবতে বসেছেন। এমনকি করোনার মারা গেলে দাফনেও পালাচ্ছেন অনেক মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশাওয়ালা বলেন,”সরকারি সহায়তা পেয়েছি।
কিন্তু স্যার কতদিন চলবে তাতে?এ দুর্যোগে তো আমি একা না সবার একই অবস্থা।লোকজন তেমন পাই না।কোনমতে প্যাসেঞ্জার পেলে দিন কাটানোর টাকা জন্য ছুটি।” তার মতো হাজারো লোকের মনে প্রশ্ন কবে দূর হবে এই চীনের অনাকাঙ্ক্ষিত অতিথি করোনা ভাইরাস মহামারী?