ধরলার পানি কমে গেল দুর্ভোগ কমেনি আড়াই শতাধিক বানভাসি পরিবারের বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে থাকায় আশ্রয় নিয়েছে বাঁধের রাস্তা মেলেনি ত্রাণ সামগ্রী।
সরেজমিনে জানা গেছে,
কুড়িগ্রাম জেলা সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চলতি বন্যায় অনেকের বাড়িতে
বন্যার পানিতে তলিয়ে যাওয়ায়। । এসব আস্রয় পরিবারের খাবার ও বিশুদ্ধ পানির সংকট। তাছাড়াও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের অভাব
থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিগণ কোন খোঁজখবর নেয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারগন কোন খোঁজখবর নেয়নি এমনকি এ দূর্যোগকালিন
সময়ে কেউ এলাকায় দেখতে আসেননি এপযর্ন্ত সরকারি-বেসরকারি ত্রাণসামগ্রী পায়নি। এ ব্যাপারে এ প্রতিবেদক এর সাথে পাঁচগাছী
ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান আমি
নিজেই বন্যার পানি বন্দী কোথাও যাওয়ার সুযোগ পাইনি। তবে ত্রাণ সামগ্রী যাহা
বরাদ্দ পাওয়া গেছে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করে
দেওয়া হয়েছে। যাহা বানভাসি পরিবারের মাঝে বিতরণ করবেন।
এ ব্যাপারে উক্ত ওয়ার্ডের আবু সাঈদ ব্যাপারী (কদম তলা ৩ নং)মেম্বারের সাথে কথা
হলে তিনি জানান, সরকার আমাদের না দিলে আমরা কি করে দেব।আমি মাত্র ১৫টা ত্রানের নাম পেয়েছি তা বিতরণ করেছি।