সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বন আইন বিরোধী অপরাধ দমনে পুলিশী অভিযান শুরু করেছে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শুক্রবার (১০জুন) বিকেল থেকে পুলিশের দুটি দল বনের বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ মহা পরিদর্শকের নির্দেশে সুন্দরবনের অভ্যন্তরে বনদস্যু, কিটনাশক প্রয়োগে বিভিন্ন প্রজাতির মাছ শিকার, বন্যপ্রাণী শিকারসহ সকল প্রকার বন অপরাধ দমনে পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস থেকে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়।
১০জন পুলিশ সদস্যের সমন্বয়ে দুটি দলে ২০জন পুলিশ সদস্য অভিযান কার্যক্রম পরিচালনা করছে। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি দল বনের ভোলা এলাকায় এবং শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.কে.আব্দুল্লাহ আল সাইদ(ওসির) নেতৃত্বে বনের সুপতি এলাকায় অভিযান চলমান রয়েছে।
সুন্দবনের সকল প্রকার অপরাধ সম্পুর্ন নির্মুল না হওয়া পর্যন্ত পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।