শরণখোলা উপজেলার কদতলা গ্রামে স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আহত প্রথম স্বামী শাহ আলম বিশ্বাস (৪৫) মারা গেছেন। শনিবার রাতে ৯:৪৫ মিনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুঘটে।
এলাকাবাসী জানায়, গত ২০ বছর আগে পশ্চিম কদমতলা গ্রামের রহমান বিশ্বাসের পুত্র শাহ আলম বিশ্বাসের সাথে পশ্চিম খাদা গ্রামের মানিক হাওলাদারের কন্যা নুপুর বেগমের সাথে বিয়ে হয়।
দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সম্প্রতি নুপুর বেগম শাহআলম কে ত্যাগ করে প্রতিবেশী মজিদ হাওলাদারের পুত্র রায়েন্দা বাজার পাঁচরাস্তার মোড়ের মুদি ব্যবসায়ী তিন সন্তানের জনক রহমান হাওলাদারকে বিয়ে করেন।
এতে পূর্বের স্বামী শাহ আলম বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ২২ জুলাই রাতে রহমান হাওলাদারকে এলোপাতাড়ী কুপিয়ে গুরুত্বর জখম করে। খবর পেয়ে রহমান হাওলাদারের আত্মীয় স্বজন ঘটনাস্থলে ঘিরে ফেলে শাহ আলম বিশ্বাসের উপর হামলা চালায়।
প্রতিবেশীরা তাদের প্রথমে শরণখোলা কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্য ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরন করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শাহ আলাম বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ১ আগষ্ট রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে তার মৃত্যু ঘটে বলে তার সাথে থাকা ছোট ভাই ফারুক বিশ্বাস জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, পরস্পারিক হামলার ঘটনায় রহমান হাওলাদারের প্রথম স্ত্রী বাদী হয়ে ইতি মধ্যে একটি মামলা দায়ের করেছেন। তবে শাহ আলম বিশ্বাসের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।